শিবু-নন্দিতার প্রযোজনায় এবার 'কবীর সিং'-এর সোহম!

জন্মাষ্টমী, নারীদিবসের মতো গুরুত্বপূর্ণ দিনকে সাক্ষী করে বাংলার দর্শককে নতুন ছবির উপহার দেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবারেও সেই পাওনা থেকে বঞ্চিত হবেননা তাঁদের ফ্যানেরা।

জন্মাষ্টমী, নারীদিবসের মতো গুরুত্বপূর্ণ দিনকে সাক্ষী করে বাংলার দর্শককে নতুন ছবির উপহার দেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবারেও সেই পাওনা থেকে বঞ্চিত হবেননা তাঁদের ফ্যানেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
soham shibu

নতুন ছবির প্রস্তুতিতে শিবপ্রসাদ-নন্দিতা। ফোটো- ফেসবুক

শোনা গিয়েছে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের সঙ্গে এবার কাজ করতে চলেছে সোহম মজুমদার। সম্প্রতি কবীর সিং ছবির জন্য শিরোনামে এসছিলেন তিনি। তবে সোহমের প্রথম ছবি ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'দৃষ্টিকোণ'। 'মুখার্জীদা'র বউ'-এর সাফল্যের পর এ বছরও নাকি নারী দিবসে ছবি মুক্তি পাচ্ছে উইনডোজের। আর সেই ছবিতেই কাজ করবেন সোহম।

Advertisment

এখানেই শেষ নয়, কানে এসেছে ঋতাভরী চক্রবর্তী রয়েছেন সোহমের বিপরীতে। মহিলা পুরোহিতকে কেন্দ্র করে এগোবে ছবির চিত্রনাট্য। তবে এই ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এর আগে ৬ মার্চের ছবি বক্সঅফিসে সাফল্য পেয়েছিল।দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল অনসূয়া-কনীনিকা জুটি।

আরও পড়ুন, অনলাইনে ফাঁস ‘রাম্বো লাস্ট ব্লাড’, ‘প্রস্থনম’ এবং ‘পল পল দিল কে পাস’

Advertisment

জন্মাষ্টমীতে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় গোত্র।জাত-পাতের সামাজিক ব্যাধি নিয়ে তৈরি এই ছবি বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে। টানা ২৫ দিন হলে থাকার রেকর্ডও করে ফেলেছে। যদিও এতদিন হলে তাদের ছবি থাকাটা কোনও বড় ব্যাপার নয়। তাদের ছবি মানেই যে কোনও ফর্মুলাতেই তা হিট।

ছবি মুক্তি দিনের নতুনত্ব এসেছেন তারা। জন্মাষ্টমী, নারীদিবসের মতো গুরুত্বপূর্ণ দিনকে সাক্ষী করে বাংলার দর্শককে নতুন ছবির উপহার দেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবারেও সেই পাওনা থেকে বঞ্চিত হবেননা তাঁদের ফ্যানেরা। এমনটাই তো মনে হচ্ছে।

Nandita Roy Shiboprosad Mukherjee Bengali Cinema