/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/kabir-singh-amp.jpg)
'কবীর সিং' ছবিতে দেখা যাবে শাহিদ কাপুর ও কিয়ারা আদবানি।
শাহিদ কাপুরের ছবির এটাই সবথেকে বড় ওপেনিং। কেবলমাত্র 'পদ্মাবত' এই পরিমাণ ব্যবসা করতে পেরেছিল কিন্তু সেই ছবিতেও দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং ছিলেন। তবে দুদিনের মধ্যেই ৫০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে কবীর সিং। এই বছর সপ্তাহান্তে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সবথেকে বেশি ব্যবসা করেছে শাহিদ কাপুরের 'কবীর সিং'। নেতিবাচক রিভিউ হওয়া সত্ত্বেও 'টোটাল ধামাল' ছবিকেও আয়ের নিরিখে পিছনে ফেলে দিয়েছে।
#KabirSingh surpasses *opening weekend* biz of #TotalDhamaal <₹ 62.40 cr / 3700 screens>, thus emerging the biggest *non-holiday* opener of 2019... A remarkable feat, since #KabirSingh was released on 3123 screens. India biz.
— taran adarsh (@taran_adarsh) June 24, 2019
আরও পড়ুন, ২০ কোটি থেকে ১০০ কোটি, তারকাদের আকাশছোঁয়া বাড়ির দাম এক নজরে
ধর্মা প্রোডাকশনের এই ছবি পরিচালনা করেছেন সন্দীপ ভাঙ্গা। তিনি ‘অর্জুন রেড্ডি’রও পরিচালক। 'কবীর সিং' নিয়ে টুইট করেছেন সুমিত কাদেল।
Now the early estimates are in the range of ₹ 17-18 cr nett. #KabirSingh
— Sumit kadel (@SumitkadeI) June 24, 2019
তেলুগু ‘অর্জুন রেড্ডি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে।এই আধুনিক দেবদাসের মেকওভার ছবিটি দেশ জুড়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে। ছবির কেন্দ্রীয় চরিত্র একজন ডাক্তার, যিনি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর আত্মধ্বংসের পথে চলতে থাকেন। ‘অর্জুন রেড্ডি’ ছবিটি প্রশংসা কুড়িয়েছিল ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলিরও।