/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/ক.jpg)
সুস্থ হয়ে উঠছেন কবীর সুমন
Kabir Suman Health Update: সোমবার সকালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন SSKM হাসপাতালে। কবীর সুমনের (Kabir Suman) অসুস্থতার খবর নাড়িয়ে দিয়েছিল অনুরাগীদের। সেদিন বিকেলে হাসপাতালে তাঁর শারীরিক পরিস্থিতির খবর নিতে পৌঁছেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। তবে শ্বাসকষ্টের সমস্যাটা ছিলই। এদিকে শিল্পীর শারীরিক পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছিল অনুরাগীদের। এখন কেমন আছেন কবীর সুমন? জানালেন নিজেই।
বর্তমানে তিনি সুস্থতার পথে। শ্বাসকষ্টের সমস্যা নেই। শনিবার কোনওরকম অক্সিজেন সাপোর্ট ছাড়াই হাসপাতালের বেডে উঠে বসেছেন। শারীরিক পরিস্থিতির কথা জানানোর পাশাপাশি একটি ছবিও শেয়ার করেছেন কবীর সুমন। আর তাঁর এই সেরে ওঠার নেপথ্যে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্য সরকার, চিকিৎসকবৃন্দ, নার্স ও হাসপাতালের কর্মীদের। শনিবার এসএসকেএম হাসপাতাল থেকেই জানালেন, "ক্রমশ সেরে উঠছি। সকলে ভাল থাকুন।"
<আরও পড়ুন: Irrfan Khan: ফের পর্দায় ইরফান ম্যাজিক, You Tube-এই দেখুন ‘দুবাই রিটার্নস’>
প্রসঙ্গত দিন দুয়েক আগেই হাসপাতালের বেডে বসে ফেসবুক লাইভে এসে বামফ্রন্ট সরকারের সমালোচনা করেছিলেন। বিঁধেছিলেন সেই আমলের ৩৪ বছরের স্বাস্থ্য পরিকাঠামোকে। কবীর সুমনকে বলতে শোনা গিয়েছিল, “৩৪ বছরের বামফ্রন্ট রাজত্বে মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পেত। আর এখন নিজেরা যেচে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসছে। পশ্চিমবঙ্গ সরকারের এই কৃতিত্বের মূল্যায়ণ সভ্য মানুষ কবে করবেন, তা জানি না। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে আমূল পরিবর্তন ঘটেছে গত কয়েক বছরে। বাংলার হাসপাতালগুলি বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালের তুলনায় যেখানে এগিয়ে, তা হল মানবিক স্পর্শ।" আর ঠিক তাই বোধহয় নিজের সুস্থ হওয়ার নেপথ্যে সমস্ত কৃতিত্ব দিয়েছেন চিকিৎসক-নার্সদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন