Advertisment
Presenting Partner
Desktop GIF

'ইচ্ছে করছে নিজের দল গড়তে', তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছেন কবীর সুমন?

'আমি ভাল লোক নই, কতটা খারাপ হতে পারি, তা জানে না!', ফের বিস্ফোরক কবীর সুমন

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Partha Chatterjee Live updates, Bengal SSC scam, Kabir Suman, কবীর সুমন, পার্থ ইস্যুতে কবীর সুমন, শ্রীজাত, বঙ্গভূষণ ২০২২, মমতা বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন, Partha Arpita, গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, Model actress Arpita Mukherjee, Parth Chatterjee Aide Arpita Mukherje, Partha Chatterjee arrest, Partha Chatterjee, বাংলা SSC দুর্নীতি, Arpita Mukherji, ED, পার্থ চট্টোপাধ্যায়, পার্থ অর্পিতা, অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেপ্তার মডেল অভিনেত্রী অর্পিতা, Bengal news today, Indian Express Entertainment News

SSC দুর্নীতিতে মুখ খুললেন কবীর সুমন, বঙ্গসম্মান নিয়েও বিঁধলেন

SSC দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা বাংলা। তার মাঝেই বঙ্গসম্মান পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে কটাক্ষের শিকার রাজ্য সরকার। এদিকে রাজ্যের শিক্ষাঙ্গনে বিস্তর দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে সরব বিরোধীরা। কিন্তু আমজনতার নজরে পড়েছে বুদ্ধিজীবীদের একাংশের নিরবতা। এবার সেই প্রেক্ষিতে মুখ খুলেছেন কবীর সুমন (Kabir Suman)।

Advertisment

শাসকদল ঘনিষ্ঠ শিল্পীর মন্তব্য, "পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে কিছু উত্তর দিতে পারব না। তদন্ত হোক। মামলা হোক। তিনি দোষী সাব্যস্ত হলে আমরা জনগণ জানতে পারব। আমরা সাধারণ লোক। কী বলি!" তবে এর ঠিক আগেই বঙ্গসম্মান নিয়ে বিস্ফোরক পোস্ট করে ফেলেছেন কবীর সুমন। বঙ্গভূষণ সম্মান নিয়েও সুমন যা বলেছেন, তাতে নেটিজেনদের একাংশের অনুমান, 'SSC কান্ডের পর শিল্পী হয়তো তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছেন!' কী বললেন?

কবি শ্রীজাত এবছর বঙ্গসম্মান পেয়েছেন। আর সেই ছবি শেয়ার করেই কবির প্রতি কটুক্তি ছুঁড়ে দেন সুমন। তাঁর কথায়, "এর আগে মুখ্যমন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার নিয়েছিলাম বলে, আমাকে ছোট করা হয়েছিল। আমাকে নিয়ে তামাশা করে পদ্য লেখা হয়েছিল। আমিও ছাড়ব না। এটা হতে পারে না, চলতে পারে না যে মধ্যবিত্ত লালিমাপাল-ব্র‍্যাকেটেপুং সমাজের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শান্তশিষ্ট-ল্যাজবিশিষ্ট হয়ে থাকব। অনেক হয়েছে, আমায় যে আঘাত করবে তাকে আঘাত করে যাবো আমি। আমি ভাল লোক যে নই, বাঙালিমাত্রই জানে। কতটা খারাপ হতে পারি তা জানে না।"

<আরও পড়ুন: ‘ভাতা পেয়ে ঘুমিয়ে গেলেন নাকি?’,বাংলার ‘নির্বাক’ বুদ্ধিজীবীদের চরম কটাক্ষ রুদ্রনীলের>

publive-image

কবির সুমনের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন বঙ্গসম্মান নিয়ে। তার পাল্টা তিনি বললেন, "ভাইজান, আমি রাজনীতির লোক নই। বঙ্গসম্মান নিয়ে কথা বলাটা আমার কাজ নয়। তবে এইমুহূর্তে ইচ্ছে করছে নিজের একটা দল করতে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood partha chatterjee Kabir Suman Entertainment News West Bengal News WB SSC Scam
Advertisment