বিশ্বজুড়ে ভাইরাল 'কাঁচাবাদাম'। রাজ্য-দেশের গণ্ডী পেরিয়ে প্রতিবেশী দেশে তো বটেই, এমনকী 'কাঁচাবাদাম দাদা কাঁচাবাদাম…' গানে এখন কোমর দোলাচ্ছেন সুদূর দক্ষিণ আফ্রিকার নেট-সেনসেশন কিলি পলও। বাংলার বাদাম বিক্রেতার রাতারাতি ভাইরাল হওয়ার কাহিনি অনেকটা স্বপ্নের মতোই। ভাইরাল এই গানের স্রষ্টা ভুবন বাদ্যকরকে (Kacha Badam viral singer Bhuban Badyakar) এবার দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখোমুখি 'দাদাগিরি'তে।
Advertisment
'দাদাগিরি আনলিমিটেড'-এর নবম সিজন (Dadagiri Unlimited 9) বেশ জমে উঠেছে। টেলিদুনিয়া থেকে সিনেদুনিয়ার তারকারা নিত্যদিনই রিয়ালিটি ক্যুইজ শোয়ের আসর জমাতে উপস্থিত হচ্ছেন। এবার 'দাদাগিরি'র এক বিশেষ পর্বে অংশগ্রহণ করতে আসছেন ভুবন বাদ্যকর।
বিশেষ সেই পর্বে নাকি 'দাদা' সৌরভ খোদ ভুবন বাদ্যকরের কাছে 'কাঁচাবাদাম' গান গাওয়ার অনুরোধ রেখেছিলেন। বিসিসিআই প্রেসিডেন্ট তথা সঞ্চালকের আবদারে সেই গান গেয়েওছেন ফ্লোরের সকলের সামনে তিনি। এরপরই ভুবন সৌরভকে জানান যে, কাঁচাবাদাম গানটি আসলে ক্রেতাদের আকর্ষণ করতেই গাইতেন তিনি। বাংলা লোকগীতির আদলে নিজেই কথা-সুর দিয়েছেন। ভুবনের কাহিনি শুনেই শোয়ের সকল প্রতিযোগীরা তাঁকে বাহবা জানান।
প্রসঙ্গত, বীরভূমের দুবারজপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েত এলাকায় বাস ভুবন বাদ্যকরের। গান গেয়ে বাদাম বিক্রি করেই এতদিন সংসার চলত তাঁর। তবে এক খদ্দেরের সোশ্যাল মিডিয়ায় তাঁর এই গান প্রকাশ্যে আসার পরই রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। বাংলাদেশের সংবাদমাধ্যমও তাঁর সঙ্গে বীরভূমে এসে দেখা করে গিয়েছে।
একেবারে ছাপোষা সংসার। স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে কোনওমতে দিন-গুজরান হয় ভুবন বাদ্যকরের। তাঁর গাওয়া কাঁচাবাদাম গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও তাঁর সংসারের হাল এখনও ফেরেনি। অনেকেই এই গান ব্যবহার করে নিজেদের মতো করে উপার্জন করছেন, কিন্তু ভুবনের লাভের লাভ কিছুই হয়নি। এমন অভিযোগ তুলেই সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ভুবন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন