Advertisment
Presenting Partner
Desktop GIF

মেকাপের মাঝেই দিব্যি না তাকিয়ে বুনছেন উলের সোয়েটার! সুপারস্টার হয়েও ‘সুগৃহিণী’ কাজল

কাজলের সুপ্ত প্রতিভা সম্পর্কে জানেন? চোখ কপালে নেটপাড়ার

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kajol, kajol bollywood, kajal bollynews

কাজলের সুপ্ত প্রতিভা

টানা ২০ বছর ধরে তাঁর ছবি রাজ করেছে মুম্বইয়ের মারাঠা মন্দিরে। একের পর একটা ছবি ব্লকবাস্টার হিট, কিন্তু তারপরেও নিজের ঘর সংসার সামলাতে বেজায় পারদর্শী তিনি। প্রসঙ্গে দিলওয়ালের দুলহানিয়া কাজল।

Advertisment

বলিউডে ভিন্ন ধরনের চরিত্রে এখন কাজ করছেন তিনি। 'সালাম ভেনকি' ছবিতে তাঁর অভিনীত চরিত্র বেজায় প্রশংসা পেয়েছে। ছেলেমেয়েকে বড় করেছেন নিজের হাতেই। এমনকি স্বামী অজয়ের প্রতিটা আবদার হাসিমুখেই মেনে চলেন। বলিউডের অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে একজন সু গৃহিণীও তিনি। পরিবারকে নিয়ে সুখী গৃহকোণ সাজিয়েছন। তবে, তার সিক্রেট সম্পর্কে জানেন কি? দু তিনটে কাজ একসঙ্গেও করতে পারেন কাজল!

আরও পড়ুন < হানিমুনের বালাই নেই! সোজা ‘ঘটক’ করণের অফিসে, ‘বউ’ কিয়ারাকে বাড়ি রেখে কাজে সিদ্ধার্থ >

চোখ বন্ধ, মেকআপ চলছে কিন্তু তাঁর সঙ্গে দুইহাত সমান চলছে অভিনেত্রীর। না দেখেই দিব্যি উল বুনে চলেছেন তিনি। একটি ঘরও মিস হচ্ছে না। কতটা পারদর্শী হলে এইকাজ করা যায়, তাতেই অবাক নেটজনতারা। সেই ভিডিও শেয়ার করেই কাজল লিখলেন, "মেকআপ এবং হবি একসঙ্গে চলছে। মালটিটাস্কিং সবথেকে ভাল"। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই।

কাজল কোথা থেকে শিখলেন উল বোনা? সকলের এখন প্রশ্ন একটাই। তবে, একাজ যে একমাত্র কাজলকে দিয়েই সম্ভব, সেই কথাও বাতলে দিলেন বন্ধু মণীশ মালহোত্রা। তাঁর কথায়, "এমন কাজ শুধুমাত্র তুমিই করতে পারো"। আবার কেউ বললেন, "নারীরা এমনিই হয়। তাঁরা কাজ এবং ঘর সংসার চোখ বন্ধ করে সামলাতে পারে"।

উল্লেখ্য, শেষ তাঁকে দেখা গিয়েছে 'সালাম ভেঙ্কি' ছবিতে। দিন দুয়েক আগেও সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপ্সহনে পৌঁছেছিলেন অজয় দেবগণের সঙ্গেই। দিলওয়ালের স্ক্রিনিং উপলক্ষেও গলা ফাটিয়েছেন কাজল। রাজ-সিমরন ম্যাজিক যে আজও কামাল করছে, সেও বলাই বাহুল্য।

bollywood Kajal Entertainment News
Advertisment