Kajol Ajay Devgan reunite on screen: অজয় দেবগণ ও কাজলকে পর্দায় জুটি হিসেবেন দর্শক শেষ দেখেছিলেন ২০০৮ সালের ছবি ইউ মি অউর হম-এ। বলিউড ছবির সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির অন্যতম ছিল কাজল-অজয় দেবগণ। পর্দার সেই কেমিস্ট্রি ফিরবে আবার 'তানাজি দ্য আনসাংগ ওয়ারিয়র'-এ। আগামী বছর মুক্তি পাবে ওই ছবি।
অজয় দেবগণ ও কাজলের জুটি যতটা সফল ছিল, ততটাই সুন্দর তাঁদের দাম্পত্য জীবন। ১৯৯৯ সালে বিয়ে করেন দুজনে। এই বছর বিয়ের ২০ বছর পূর্ণ হয়েছে। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অজয় দেবগণ বলেন যে তাঁদের সফল দাম্পত্যের রহস্য হল এটাই যে দুজনে একটুও বদলাননি। দুজনেই দুজনের মতো থেকেছেন। কেউ কাউকে পাল্টানোর চেষ্টা করেননি।
আরও পড়ুন: বিয়ে করলেন রাখি সাওয়ান্ত, মা হতে চান পরের বছরেই
৫ অগস্ট কাজলের জন্মদিন। এবছর ৪৫ বছরে পা দিলেন অভিনেত্রী। জন্মদিনে স্ত্রীকে মজা করে একটি বার্তাও পাঠিয়েছেন। আপাতত দুজনেই ব্যস্ত 'তানাজি দ্য আনসাং ওয়ারিয়র' নিয়ে। বারো বছর পরে দুজনে আবারও ব্যস্ত একই ছবির শুটিং নিয়ে। এই ছবিটি একটি বায়োপিক। মারাঠা যোদ্ধা তানাজি মালুসারে-র জীবন নিয়েই এই ছবি।
আরও পড়ুন: Friendship Day: বলিউডের বেস্টি কারা, কে কার কত প্রিয়? এক নজরে অটুট বন্ধুত্ব
এই ছবিতে অজয় দেবগণকে দেখা যাবে তানাজির চরিত্রে এবং কাজলকে দেখা যাবে তানাজির স্ত্রীর চরিত্রে।