Mukherjee Family member Passed Away: মুখোপাধ্যায় পরিবারে নেমে এল শোকের ছায়া, কাছের মানুষকে হারালেন কাজল - রানীরা..

Mukherjee Family member Passed Away: তাঁর পরিবারের দৌলতে বেশ চেনা মুখ ছিলেন পরিচালক। তিনি কাজল - রানী মুখার্জি এবং অয়ন মুখোপাধ্যায়ের কাকা। সঙ্গে সম্রাট এবং শর্বানি মুখোপাধ্যায়ের বাবা তিনি।

Mukherjee Family member Passed Away: তাঁর পরিবারের দৌলতে বেশ চেনা মুখ ছিলেন পরিচালক। তিনি কাজল - রানী মুখার্জি এবং অয়ন মুখোপাধ্যায়ের কাকা। সঙ্গে সম্রাট এবং শর্বানি মুখোপাধ্যায়ের বাবা তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kajol and Rani Mukherjee Family Director rana Mukherjee passed away

কাছের মানুষকে হারালেন মুখোপাধ্যায়রা... Photograph: (ফাইল চিত্র )

একের পর এক কাছের মানুষরা চলে যাচ্ছেন মুখোপাধ্যায় বাড়িতে। বলিউডের মুখার্জি বাড়িতে শোকের ছায়া। কিছুদিন আগেই চলে গিয়েছেন দেব মুখোপাধ্যায়। তিনি বাড়ির পুজোয় দারুণ ব্যস্ত থাকতেন। তাঁর মৃত্যুতেও শোকে মূর্ছা যাচ্ছিলেন সেই পরিবারের সকলেই। তাঁর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার চলে গেলেন বলিউডের আরেক খ্যাতনামা পরিচালক। প্রয়াত রণ মুখোপাধ্যায়।

Advertisment

রণ মুখোপাধ্যায় বলিউডে বেশ কিছু কাজ করেছিলেন। হাইওয়ান থেকে তু হি মেরি জিন্দেগি - এছাড়াও নানা কাজ করেছেন তিনি। তাঁর পরিবারের দৌলতে বেশ চেনা মুখ ছিলেন পরিচালক। তিনি কাজল - রানী মুখার্জি এবং অয়ন মুখোপাধ্যায়ের কাকা। সঙ্গে সম্রাট এবং শর্বানি মুখোপাধ্যায়ের বাবা তিনি। শেষকৃত্যে এসেছিলেন অনেকেই। তাঁর কাছের মানুষদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাপ্পী লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী এবং রেমা লাহিড়ী। ছেলে সম্রাট বাবার শেষকৃত্য সম্পন্ন করেছেন।

Emraan Hashmi: শুটিং করতে গিয়েই বিপদ, গুরুতর অসুস্থ ইমরান, কী বলছেন চিকিৎসক?

Advertisment

তাঁর শেষ কাজ সম্পন্ন হয়, সন্তক্রুজ শশ্মানে। এমনকি পরিচালক আশুতোষ গোয়ারিকর এসেছিলেন তাঁর শেষ কৃত্যে। রণ মুখোপাধ্যায় শশধর মুখোপাধ্যায়ের পুত্র, যাকে ভারতীয় সিনেমার পায়নিওর বলা হত। যদিও তিনি তাঁর ভাই দেব মুখোপাধ্যায় কিংবা জয় মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় ছিলেন না, কিন্তু বাড়ির পুজোতে তিনি দায়িত্ব নিয়েই থাকতেন। কিন্তু কী হয়েছিল তাঁর? হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর শোনা যাচ্ছে।

East Bengal তারকা ফুটবলারের সঙ্গে চুটিয়ে প্রেম, বিয়ে হবে হবে করেও, যে কারণে ভেঙে গেল অভিনেত্রীর ভালবাসার সম্পর্ক...

সূত্রের খবর, ৮৩ বছরে প্রয়াত রণ মুখোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে বলেই খবর। কিন্তু, পরিবারের মানুষরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর এসেছিল কিছুদিন আগেই। সেখানেও ভারাক্রান্ত হৃদয়ে দেখা গিয়েছিল সকলকে। চোখের জলে কাকাকে বিদায় দিয়েছিলেন বলিউডের মুখোপাধ্যায় বাড়ির তারকারা। পরিবার তরফে কী জানা যাচ্ছে? নর্থ বোম্বে পুজো কমিটি থেকে জারি করা হয়েছে বিবৃতি।

"গভীর শোক এবং ভারী হৃদয়ের সাথে, আমরা আপনাকে জানাচ্ছি যে রণ মুখার্জী, উত্তর বম্বে সার্বজনীন দুর্গা পূজার মুখার্জী ভাইদের সবচেয়ে বড়, তার স্বর্গীয় গৃহে পাড়ি দিয়েছেন।"

Entertainment News Rani Mukherji Entertainment News Today Ayan Mukherji