Kajol-Bollywood: '১৮ বছরেই জ্বলে-পুড়ে ছাই হয়ে গেলাম', শাহরুখের কোন কথা কাজলকে একেবারেই পাল্টে দিল?

পর্দার বাইরেও এই জুটির মধ্যে একটি উষ্ণ রয়েছে। সম্প্রতি, কাজল তার দীর্ঘদিনের বন্ধু সম্পর্কে অকপটে কথা বলেছেন। বলিউডের বাদশাহ হয়ে ওঠার নেপথ্যে যে সাংঘাতিক পরিশ্রম রয়েছে তাঁর, সেকথাও জানান কাজল।

পর্দার বাইরেও এই জুটির মধ্যে একটি উষ্ণ রয়েছে। সম্প্রতি, কাজল তার দীর্ঘদিনের বন্ধু সম্পর্কে অকপটে কথা বলেছেন। বলিউডের বাদশাহ হয়ে ওঠার নেপথ্যে যে সাংঘাতিক পরিশ্রম রয়েছে তাঁর, সেকথাও জানান কাজল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kajol-Shah-Rukh-Khan-movies-advice-06072025

শাহরুখকে নিয়ে কী বলেছিলেন কাজল?

Kajol-Bollywood: ভারতীয় সিনেমায় দীর্ঘদিন ধরে রাজ কাপুর-নার্গিস দত্ত, দিলীপ কুমার-বৈজয়ন্তীমালা, প্রেম নাজির-শীলা, এমজি রামচন্দ্রন (এমজিআর) – সরোজা দেবী, অমিতাভ বচ্চন-রেখা, কমল হাসান-শ্রীদেবী এবং মোহনলাল-শোবানার মতো আইকনিক অনস্ক্রিন জুটি রয়েছে। তবে ৯০ এর সিনেপ্রেমীদের কাছে, শাহরুখ খান এবং কাজল অন্যতম। বাজিগর (১৯৯৩), করণ অর্জুন (১৯৯৫) এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) থেকে শুরু করে কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), কাভি খুশি কাভি গম (২০০১) এবং মাই নেম ইজ খান (২০১০), দিলওয়ালে -পর্যন্ত দুজনে একাধিকবার স্ক্রিন শেয়ার করেছেন, অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন।

Advertisment

পর্দার বাইরেও এই জুটির মধ্যে একটি উষ্ণ রয়েছে। সম্প্রতি, কাজল তার দীর্ঘদিনের বন্ধু সম্পর্কে অকপটে কথা বলেছেন। বলিউডের বাদশাহ হয়ে ওঠার নেপথ্যে যে সাংঘাতিক পরিশ্রম রয়েছে তাঁর, সেকথাও জানান কাজল। তিনি বলেন, "শাহরুখ অনেক বড় তারকা। আমরা একসাথে যে ছবিগুলি করেছি সেগুলি ব্যাপকভাবে সফল। আমি মনে করি আমরা পর্দায় একে অপরের জন্য ভাল। সিনেমার ক্ষেত্রে তিনি আমাকে যতটা কৃতিত্ব দেন আমি তাকে ততটাই কৃতিত্ব দিই। তার ক্যারিয়ারের কথা বলতে গেলে, তিনি আজ যেখানে আছেন সেখানে পৌঁছানোর জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। তার ক্যারিয়ারের কৃতিত্ব তাঁরই।" 

Bangladeshi Actress Mithila: বিবাহ বিচ্ছেদের পর কঠিন সময়, আর্থিক অনট…

ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ তাকে যে উপদেশ দিয়েছিলেন আজও ভুলতে পারেননি কাজল। যদিও সে সময় তিনি এর পুরো অর্থ বুঝতে পারেননি, তবে এখন খুব সহজেই বুঝতে পারেন যে কী বোঝাতে চেয়েছিলেন তিনি। কাজলের কথায়, "শাহরুখ আমাকে বলত, 'বেবি, তুমি বরং অভিনয়টুকু শিখে নাও। প্রতিটা শটে নিজের সবটুকু দেওয়ার এই অভ্যাস তেকামো ক্লান্ত করে তুলবে। আমি অবশ্য ওর কথা শুনি নি। নিজের মতো করে চালিয়ে গেলাম। আমার মনে হয় এই সিনেমাটি করার সময় আমার বয়স ১৮ বা তার কিছু বেশি ছিল। সিনেমা শেষ হওয়ার পর আমি অন্তর থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং সেদিন বুঝেছিলাম শাহরুখ কী বলতে চেয়েছিলেন। আসলে সবসময় পারা যায় না। অর্থাৎ সব চরিত্রের জন্য যে ৩০০% দিতে পারবেন আপনি, সেটা সম্ভব না।" 

Advertisment

এই পারফেকশনিস্ট প্রবণতার কারণেই একসময় তারকা হিসেবে তিনি জ্বলে উঠলেন। অভিনেত্রীর কথায়, "আমি এতটাই ক্লান্ত হয়ে পরেছিলাম,  মাকে বলেছিলাম, আমি আর ছবি করতে চাই না। ১৮ বছর বয়সে পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই না যেখানে আমাকে ক্রমাগত কাঁদতে হয় বা নিজেকে এতটা বিনিয়োগ করতে হয়। সেই পর্যায়ের পরেই আমি অভিনয়ের কৌশল শিখতে শুরু করি, যেমনটা শাহরুখ বলেছিলেন।" 

bollywood kajol bollywood actress Bollywood Actor shah-rukh-khan