Kajol On mythology horror Movie Maa: 'কেরিয়ারের সবচেয়ে কঠিন কাজ', মাইথোলজি হরর মুভি 'মা'-এ অভিনয়ের অভিজ্ঞতা ভাগ কাজলের

kajol New Movie: অজয় দেবগনের ব্যানারে পরিচালক বিশাল ফুরিয়ার নির্দেশনায় 'মা' ছবিতে কাজ করেছেন কাজল। আগামী ২৭ জুন বিগ স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। মাইথোলজি হরর মুভিতে কাজের কেমন অভিজ্ঞতা কাজলের?

kajol New Movie: অজয় দেবগনের ব্যানারে পরিচালক বিশাল ফুরিয়ার নির্দেশনায় 'মা' ছবিতে কাজ করেছেন কাজল। আগামী ২৭ জুন বিগ স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। মাইথোলজি হরর মুভিতে কাজের কেমন অভিজ্ঞতা কাজলের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'মা'-এ অভিনয়ের অভিজ্ঞতা ভাগ কাজলের

'মা'-এ অভিনয়ের অভিজ্ঞতা ভাগ কাজলের

Kajol In Maa: নয়ের দশকের রোম্যান্টিক অভিনেত্রী হিসেবেই দর্শকের মনে নিজের একাটা ইমেজ তৈরি করেছেন বাঙালি কন্যা কাজল। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। কখনও সিমরণ তো কখনও আবার অঞ্জলি। যে কোনও চরিত্রেই বারবার দর্শকের দিল জিতে নিয়েছেন বলি বিউটি কাজল। এখন অবশ্য ছকভাঙা চরিত্রে ছক্কা হাঁকাচ্ছেন। দো পাত্তি, এলার-র মতো ছবিতেও কাজ করেছেন নয়ের দশকের রোম্যান্টিক নায়িকা কাজল। তবে এবার একেবারে অন্য ধারার ছবিতে কাজ করেছেন কাজল। প্রথমবার হরর মুভিতে দেখা যাবে তাঁকে। অজয় দেবগনের ব্যানারে পরিচালক বিশাল ফুরিয়ার নির্দেশনায় 'মা' ছবিতে কাজ করেছেন কাজল। আগামী ২৭ জুন বিগ স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। মাইথোলজি হরর মুভির মোশন পোস্টারেই শিড়দাঁড়া দিয়ে বয়ে গিয়েছে শীতল স্রোত। 

Advertisment

Variety-কে দেওয়া সাক্ষাৎকারে কাজল নিজেও স্বাকীর করেছেন,  প্রথমবার হরর মুভিতে কাজ করতে গিয়ে কতটা ভয় পেয়েছিলেন। অভিনেত্রীর মতে, এটি শুধুমাত্র একটি হরর মুভি নয়। কাজল বলেন, 'এটি একটি সাইকোলজিক্যাল ড্রামা। যার মধ্যে দর্শক থ্রিলার আর রহস্যের স্বাদ পাবে।' পরিচালকের প্রশংসা করে বলেন, 'ওঁর মতো ভাল পরিচালক সত্যিই কম আছে। একসঙ্গে কাজ করে একটা দারুণ অভিজ্ঞতা হল। বিশাল ফুরিয়ার কাজের ধরন আমরা প্রত্যেকেই জানি। ওঁর মধ্যে একটা ইতিবাচক মনোভাব আছে।' কাজল মনে করেন, একজন অভিনেত্রী হিসেবে যে কোনও ধরনের চরিত্রকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা উচিত। 

ভগবান আর শয়তানের এক লড়াইয়ের কাহিনি নিয়ে আসছে কাজলের আগামী ছবি 'মা'। হরর মাইথোলজির ঘরানার এই ছবি প্রেক্ষাগৃহে ভয়ের আবহ তৈরি করবে তা মোশন পোস্টারেই স্পষ্ট। কাজল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মা। দো পাত্তি-তে পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। আগে কোনওদিন এই ধরনের চরিত্রে কাজলকে দেখা যায়নি। 

Advertisment

বৃহস্পতিবার ছবি মুক্তির আগে কলকাতায় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিয়েছেন কাজল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, 'এইরকম চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ।' নেটফ্লিক্সে সম্প্রচারিত এই ছবিতে অভিনয়ের পর কাজলের উপলব্ধি, অভিনয় কেরিয়ারে নতুন কোনও চরিত্রের প্রস্তাব কখনও নাকোচ করা উচিত নয়। তাঁর কথায়, 'আমার কাছে এই চরিত্রটা সম্পূর্ণ নতুন ছিল।' মিস্ট্রি থ্রিলার, সরজমিন-এ ও সইফ পুত্র ইব্রাহিমের সঙ্গেও এক ছবিতে কাজ করেছেন কাজল। 

আরও পড়ুন ঝটিকা সফরে কলকাতায় কাজল, দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে বললেন 'কলকাতা এলেই মনে হয়...'

kajol bollywood actress Bollywood News bollywood movie