kajol At Dakshineswar: ঝটিকা সফরে কলকাতায় কাজল, দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে বললেন 'কলকাতা এলেই মনে হয়...'
Kajol New Movie Maa: মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে পুজো দিতে আসেন কাজল। প্রিয় অভিনেত্রীকে দেখতে মন্দির প্রাঙ্গণে ছিল অনুরাগীদের উপচে পড়া ভিড়। কাজলের দেহরক্ষীদের পক্ষে ভিড় সামাল দিতে একেবারে নাজেহাল অবস্থা। কাজলের পরনে ছিল পাচ রঙা শাড়ি, মানানসই কানপাশা আর হালকা মেকআপ-লিপস্টিক।
Kajol New Movie Maa: মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে পুজো দিতে আসেন কাজল। প্রিয় অভিনেত্রীকে দেখতে মন্দির প্রাঙ্গণে ছিল অনুরাগীদের উপচে পড়া ভিড়। কাজলের দেহরক্ষীদের পক্ষে ভিড় সামাল দিতে একেবারে নাজেহাল অবস্থা। কাজলের পরনে ছিল পাচ রঙা শাড়ি, মানানসই কানপাশা আর হালকা মেকআপ-লিপস্টিক।
Maa Promotion At Kolkata: বুধবার দুপুর গড়িয়ে বিকেল হতেই শহরজুড়ে হিমেল হাওয়া। সন্ধ্যা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। প্রখর দাবদাহের হাত থেকে ক্ষণিকের স্বস্তি পেয়েছে কলকাতাবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই তিলোত্তমা তুলনামূলক ঠান্ডা। লক্ষ্মীবারে লক্ষ্মীমেয়ে খাস কলকাতায় পা রাখবে বলেই কী আবহাওয়ার এমন পরিবর্তন? আজ সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে পুজো দিতে আসেন কাজল। প্রিয় অভিনেত্রীকে দেখতে মন্দির প্রাঙ্গণে ছিল অনুরাগীদের উপচে পড়া ভিড়। কাজলের দেহরক্ষীদের পক্ষে ভিড় সামাল দিতে একেবারে নাজেহাল অবস্থা। কাজলের পরনে ছিল পাচ রঙা শাড়ি, মানানসই কানপাশা আর হালকা মেকআপ-লিপস্টিক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ' কলকাতা এলেই মনে হয় বাপের বাড়ি এসেছি।'
Advertisment
বঙ্গতনয়ার আদ্যোপান্ত বাঙালিয়ানা আর স্নিগ্ধ লুকে মুগ্ধ ভক্তরা। আচমকা শহর কলকাতায় শুধুই মায়ের পুজো দিতে ঝটিকা সফরে কাজল? না, ২৭ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে তাঁর আগামি ছবি 'মা'। ছবি মুক্তির আগে তাই মায়ের কাছে পুজো দিতে কলকাতায় কাজল। এরপর নিজের গন্তব্যে ফিরে যান অভিনেত্রী। পুজো দিয়ে বেরিয়ে এসে বলেন, 'অভিনয় কেরিয়ারে এমন কঠিন চরিত্রে আগে কোনওদিন অভিনয় করিনি।' একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায়, ২০২৪ সালের কথা। কলকাতা এবং শান্তিনিকেতনে নতুন হিন্দি সিনেমা 'মা'-য়ের শুটিং করেছিলেন কাজল। সেই সময়ও আউশগ্রাম থেকে শুটিং সেরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির মেয়ে।
অজয় দেবগনের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলেও তাঁর মধ্যে বাঙালিয়ানা আজও বর্তমান। মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় বাঙালি রীতি মেনে শাড়ি পরা থেকে সিঁদুর খেলায় মেতে ওঠেন কাজল। নিজের হাতে প্রত্যেককে মায়ের ভোগ বিতরণ করেন। কাজের ব্যস্ততা ভুলে পুজোর চারটি দিন কাজল একেবারে পারফেক্ট বঙ্গনারী। আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবি 'মা'। পৌরাণিক কাহিনি অবলম্বনে এই সিনেমার মোশন পোস্টার ইতিমধ্যেই ভয়ের আবহ তৈরি করেছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু- মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের নতুন ছবি। আর সিনেমা মুক্তির প্রাক্কালেই কলকাতায় এসে মা ভবতারিণীর শরণাপন্ন বলিউডের বঙ্গকন্যা।