সমালোচকরা তো বটেই, দর্শকরাও হতাশ হয়েছে 'কলঙ্ক' দেখে। তবু বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত অভিনীত 'কলঙ্ক' ২০১৯-এর এখনও পর্যন্ত সবথেকে বড় ওপেনিং ছবি। মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও দ্বিতীয় দিনে বক্স অফিসের প্রত্যাশা ছাপিয়ে যেতে পারল না, সাধারণ ছবির মতোই ব্যবসা করেছে 'কলঙ্ক'।
অভিষেক বর্মার পরিচালনায় 'কলঙ্ক' মুক্তি পেয়েছে বুধবার। নির্মাতারা চেয়েছিলেন পুরো সপ্তাহটা জুড়ে ছবিটা দেখতে পান দর্শক। শুধুমাত্র ছবি নয়, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটেরও প্রথম ছবি যার এত বড় ওপেনিং হয়েছে।
A midweek release
, #Kalank opens well #Overseas... Wed total: $ 740k <₹ 5.14 cr>...
North America: $ 270k
UK: £ 141k
Middle East: $ 115k
Australia: A$ 128k, biggest opener of 2019— taran adarsh (@taran_adarsh) April 18, 2019
আরও পড়ুন, ‘ভারত কা জুনুন’ কে জানেন? পরিচয় করালেন সলমন
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন 'কলঙ্ক'-এর বক্স অফিসের অঙ্ক। প্রথম দিনের শেষে ২১.৬০ কোটি টাকা আয় করলেও, দ্বিতীয় দিনটা আশানুরূপ হল না।
Top *Opening Day* biz - 2019...
1. #Kalank ₹ 21.60 cr
2. #Kesari ₹ 21.06 cr
3. #GullyBoy ₹ 19.40 cr
4. #TotalDhamaal ₹ 16.50 cr
Note: Hindi films. ₹ 10 cr+ openers included in the list.
India biz.#Kalank is the biggest opener of Varun and Alia to date.— taran adarsh (@taran_adarsh) April 18, 2019
ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা 'কলঙ্ক'-কে কেবলমাত্র দেড় খানা স্টার দিয়েছেন। শুভ্রা তাঁর রিভিউতে লিখেছেন, ''কলঙ্ক স্ক্রিনে প্রভাব ফেলতে ব্যর্থ। দৈত্যাকার সেট, সুদৃঢ়, ভারী ও সজ্জিত চরিত্রগুলোর প্রভাব পড়তে পারেনি দর্শক মনে। বরং স্ক্রিনে প্রাণহীন উপস্থিতি সিনেমার মশলায় ঘাটতি ফেলেছে''।
তিনি আরও বলেন, ''কলঙ্ক' ছোট-বড় তারকাতে ঠাসা,সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত এত বছর পর একসঙ্গে পর্দায় এলেন। বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুররাও রয়েছেন ছবিতে। ফলে এত্ত মানুষকে স্মরণে রাখতে হচ্ছে একটা পূর্ণ্যদৈর্ঘ ছবির সময়কালে।"
Read the full story in English