Kalki Koechlin Divorce : সালটা ছিল ২০১১। সেই বছর পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলি অভিনেত্রী কল্কি কোয়েচলিন। সুখী দাম্পত্যের বয়স ছিল মাত্র চার বছর। ২০১৫-এর মে মাসে আলাদা হয় অনুরাগ-কল্কির পথ। বিবাহবিচ্ছেদের পর একজন 'সিঙ্গল' মহিলাকে মুম্বইয়ে কেউ ভাড়া দিতে চায়নি। ফেমাস অভিনেত্রী হিসেবে সেলফি তুলতে চেয়েছেন কিন্তু, মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটা বাড়ির খোঁজ করতে গেলে খালি হাতে ফিরতে হয়েছে কল্কি কোয়েচলিনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই লড়াইয়ের কাহিনি শেয়ার করেছেন অভিনেত্রী। 'Afterhours with All About Eve'-এ দেওয়া সাক্ষাৎকারে কী বলেছেন অনুরাগের প্রাক্তন স্ত্রী?
অভিনেত্রী কল্কি অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, 'যখন অনুরাগের সঙ্গে তাঁর ডিভোর্স হয় তখন দুটি সিনেমা মুক্তি পেয়েছে। জিন্দেগি না মিলেগি দোবারা ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। সেই সময়ই আমাদের বিবাহবিচ্ছেদ হয়। তখন আলাদা থাকার জন্য হন্যে হয়ে একটা ঘর খুঁজছিলাম। কিন্তু, মুম্বইয়ে কেউ আমাকে একটা বাড়ি ভাড়া দিতে চায়নি। একজন ফেমাস অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে সকলে এগিয়ে আসছিল কিন্তু, একটা বাড়ি দিতে কেউ রাজি হয়নি'।
দেব ডি ছবি দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে কল্কির। সেই ছবির পরিচালক ছিলেন অনুরাগ কাশ্যপ। সেখান থেকেই শুরু হয়েছিল অনুরাগ-কল্কির প্রেমপর্ব। ২০১১-এ স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করেন তাঁরা। কিন্তু, মাত্র চার বছরেই দাম্পত্যে ইতি টানেন প্রাক্তন তারকা কাপল।
২০১৯-এ ইজরায়েলি প্রেমিক Hershberg-এর সন্তানের মা হতে চলেছেন সেই সুখবর দেন অভিনেত্রী। পরের বছর অর্থাৎ ২০২০-তে কল্কির কোলে আছে ফুটফুটে কন্যা সন্তান। ২০২৩-এ নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত 'খো গ্যায়ে হম কাহা' -তে অভিনয় করেছিলেন কল্কি। শ্যাম বাহাদূরে-এর আইটেম গানেও ছিলেন কল্কি।
আরও পড়ুন:হলুদ ট্যাক্সি থেকে হাওড়া ব্রিজ, ফুলের মার্কেটে মুগ্ধ দিলজিৎ, সোনালী রোদ মেখে তিলোত্তমা ভ্রমণ গায়কের