আজ আর্ন্তজাতিক নারী দিবসেই মুক্তি পাচ্ছে জোয়া আখতারের ওয়েব সিরিজ। তার আগেই প্রচারে কলকাতায় এলেন জোয়া আখতার, নিত্যা মেহরা, রীমা কাগতি। ছবির দুই চরিত্রের একটি 'ওয়েডিং প্ল্যানার' অর্থাৎ বিয়ের সব বন্দোবস্ত করে দেয় এমন কোম্পানি আছে, নাম 'মেড ইন হেভেন'। নয় পর্বের এই ওয়েব সিরিজ নিয়ে তারকারা কথা বললেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে।
নারী দিবসের দিনেই মুক্তি পাচ্ছে এই সিরিজ ঠিকই, কিন্তু এতে পরিচালকদের কোনও হাত নেই। 'মেড ইন হেভেন'-এর অন্যতম পরিচালক (পর্ব ৩,৪ ও ৭) নিত্যা মেহরা বললেন, "ঘটনাটা একেবারেই কাকতালীয়। আমরা মুক্তির দিনটা ঠিক করি নি।" প্রধান রূপকার রীমা কাগতি অবশ্য বললেন, "এটার জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর নির্মাতাদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন।" এবং জোয়া আখতার বললেন, "এটা ভীষণই ভাল যে নারী দিবসের দিন সিরিজটা রিলিজ করছে।"
অন্যদিকে, যতই সিরিজের নাম 'মেড ইন হেভেন' রাখুন না কেন, জোয়া জানালেন, "ম্যারেজ ব্যাপারটাই তো 'ম্যান মেড'। সবথেকে মিষ্টি সম্পর্ক হতে পারে এটা। আবার অনেকে সেটার থেকে তাড়াতাড়ি বেরিয়েও আসতে চান। সবটাই নির্ভর করছে সম্পর্কের সমীকরণের ওপর।"
জোয়া আখতার, নিত্যা মেহরা ও রীমা কাগতি এই সিরিজের তিন পরিচালিকা ও লেখিকা।
আরও পড়ুন, কুম্ভ মেলায় পুজো আচ্চায় রণবীর আলিয়া
সিরিজের নামটা অবশ্য ইঙ্গিতপূর্ণভাবেই ব্যবহার করা হয়েছে। সিরিজের অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে, বলছেন নিত্যা। কিন্তু 'মেড ইন হেভেন'-ই তৈরি করলেন কেন? জোয়ার মতে, "আট ঘন্টা সময় পাওয়া যাচ্ছে চরিত্রগুলোর গভীরে ঢোকার জন্য, সেন্সরশিপের ঝামেলা নেই, বক্স অফিসের কোনও চাপ থাকে না। তাছাড়া মজা তো রয়েইছে।" তবে কি অনলাইনের জমানায় বড়পর্দা ব্যাকফুটে যেতে চলেছে? জোয়ার মতে, "দুটো সম্পূর্ণ আলাদা। স্যাটেলাইট টিভি যখন এসেছিল, তখনও একই চিন্তা ছিল, হোম ভিডিও এসেছিল, তাতেও কিছু হলো না। বিগ স্ক্রিন ইজ বিগ স্ক্রিন। হিন্দি সিনেমার ক্ষেত্রে তো ফুটফল বেড়ে গিয়েছে। আরও মানুষ কাজ করতে আসছেন।"
জোয়া, রীমা, নিত্যা। ছবি: শশী ঘোষ
এই সিরিজের চিত্রনাট্যকার জোয়া আখতার, রীমা কাগতি ও অলঙ্কৃতা শ্রীবাস্তব। এছাড়া চারজনের মিলিত পরিচালনায় তৈরি হয়েছে এই সিরিজ। নিত্যা মেহরা, জোয়া, প্রশান্ত নায়ার ও অলঙ্কৃতা শ্রীবাস্তবের পরিচালনায় সিরিজে অভিনয় করেছেন কল্কি কোখলিন, অর্জুন মাথুর, সোবিতা ধুলিপালা।