Advertisment
Presenting Partner
Desktop GIF

Kanchan Mullick-Ananya Chatterjee: 'একা হয়ে যাবেন, আপনি জননেতা...', কাঞ্চনকে মোক্ষম দাওয়াই অনন্যার

Kanchan accused by ananya: গতকাল কাঞ্চন সরকারি বেতন নিয়ে প্রশ্ন তুলছিলেন। তারপর থেকেই তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। একে একে অভিনেত্রীরা কটাক্ষ করছেন জোরালোভাবে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kanchan ananya

Kanchan-ananya: কাঞ্চনকে কী পরামর্শ দিলেন অনন্যা?

 

Advertisment

অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক-কে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। গতকাল, তিনি যা বলেছেন তাতে বিতর্ক হওয়ার-ই কথা। কাঞ্চন কোন্নগরের তৃণমূল ধর্না মঞ্চ থেকেই বলে বসেন, "এসব মিছিল করে কি কোনও লাভ আছে? আর ডাক্তাররা যারা আন্দোলন করছেন, তাঁরা বেতন নেবেন তো?" 

শুধু তাঁদের না, কাঞ্চন আক্রমণ করেন সরকারি চাকুরীজীবী থেকে টলিপারার সদস্যদেরও। অভিনেতা বিধায়ক দাবি করেছিলেন, যে এসব মিটিং মিছিল করে কর্মকাণ্ডের অভিমুখ ঘুরে যাবে। লাভের লাভ হবে না। তারপর থেকেই রোষানলে অভিনেতা। তাঁকে কটাক্ষ করেছেন অনেকেই। যার মধ্যে ঋদ্ধি সেন থেকে সুদীপ্তা চক্রবর্তী রয়েছেন। আর এবার আওয়াজ তুললেন অনন্যা চট্টোপাধ্যায়। 

কী বলছেন অনন্যা? 

গতকালের আন্দোলনে সামিল হয়েছিলেন অনন্যা। প্রতিবাদে সরব হয়েছেন প্রথম দিন থেকেই। আর এবার নিজের ইন্ডাস্ট্রির  সদস্য কাঞ্চনের বক্তব্য শুনে বেশ হতভম্ব তিনি। অনন্যা কাঞ্চনের উদ্দেশ্যে বললেন... 

"আপনি এই কথাগুলো বলতে পারলেন? একবার নিজের কথাগুলো কানে শুনেছেন? শুনে কি লজ্জা পেয়েছেন? আপনারা জনগণের অভিভাবক। আপনাদের ওপর থেকে মানুষের বিশ্বাস ভরসা এভাবে সরে যেতে দেবেন না।" এখানেই শেষ না। কাঞ্চনকে মোক্ষম উপদেশ দিলেন অনন্যা। জীবনের রাস্তায় চলতে চলতে কখন যে একা হয়ে যাবেন কাঞ্চন সেটাই বললেন তিনি। 

আরও পড়ুন  -  Kanchan Mullick-Riddhi Sen: 'আপনি মানুষের পাশে না, টাকার পাশে ছিলেন..', কাঞ্চন রাজনীতিতে কাঁচা? শিক্ষার খোঁটা দিলেন ঋদ্ধি ie

Kanchan Mullick apni ei kathagulo bolte parlen? Ekbar nijer kathagulo kaan ey shunechhen? Shune ki lojja...

Posted by Ananya Chatterjee on Monday, September 2, 2024

অভিনেত্রী আরও বললেন, "একা হয়ে যাবেন একদিন। চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পাবেন না। দায়িত্ব নিয়ে কথা বলুন। পার্টি করলেই সবাই খারাপ মানুষ হয়ে যায়না। এই বিশ্বাসটির জন্ম দিন। আপনি জননেতা।" সকাল থেকেই থেকে নানালোকে নানা কথা বলছেন। কাঞ্চনের মন্তব্য যে বিতর্ক সৃষ্টি করবে, সেকথা গতকাল-ই বোঝা গিয়েছিল। আর আজ সকাল থেকেই সেই চর্চা শুরু। 

Ananya Chatterjee entertainment Kanchan Mullick Entertainment News
Advertisment