Advertisment
Presenting Partner
Desktop GIF

Kanchan Shreemoyi became Parents: বিয়ের আটমাসের মাথায় শ্রীময়ীর কোল জুড়ে এল সন্তান, ফের বাবা হলেন কাঞ্চন...

Kanchan sreemoyi welcome baby: দিন দুয়েক আগেই কালীপুজোর দিন শ্রীময়ীকে দেখে অনেকেই আন্দাজ করেছিলেন হয়তো বা তিনি অন্তঃসত্বা। তবে, আজ সুখবর দিয়ে দিলেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kanchan sreemoyee

kanchan-Shreemoyi: ফের বাবা হলেন কাঞ্চন...

 বিয়ের আট মাস পার হতে না হতেই কাঞ্চনের পরিবারে এল সুখবর। বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আর আজ অক্টোবরে কাঞ্চন দিলেন সুখবর। ফের একবার বাবা হলেন তিনি। 

Advertisment

শ্রীময়ীর সঙ্গে বিয়ে হয়েছিল সব রীতিনীতি মেনেই। দিন দুয়েক আগেই কালীপুজোর দিন শ্রীময়ীকে দেখে অনেকেই আন্দাজ করেছিলেন হয়তো বা তিনি অন্তঃসত্বা। তবে, আজ সুখবর দিয়ে দিলেন তিনি। এর আগের বার ছেলে। আর এবার কন্যা সন্তান। কন্যাকে কাছে পেয়ে আহ্লাদে আটখানা বিধায়ক। 

মেয়ের বাবা হয়েছেন কাঞ্চন। বিধায়ক নিজেই সুখবর দিয়েছেন। সমাজ মাধ্যমে লিখলেন, আমরা এই সুখের দিনে জানাতে চাই যে আমাদের পরিবার এখন তিনজনের। আমাদের মেয়ে কৃষভিকে স্বাগত এই দুনিয়ায়। কাঞ্চন, তাঁর মেয়ের আসার সুখবর দিতেই বেশিরভাগ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। 

আরও পড়ুন  -   Shah Rukh Khan - Dev: 'তুমি সাংসদ, তুমি পারবে...', দেবকে বড় কাজের দায়িত্ব দেন শাহরুখই...

যদিও, বা তিনি বেশিরভাগ সময় সমালোচনার মধ্যেই থাকেন, তবে ছোট্ট পরী তাঁদের ঘরে আসতেই কাঞ্চনকে শুভ কামনা জানালেন তাঁরা। কিন্তু, যেখানে তাঁকে নিয়ে আলোচনা হয়, সেখানে এই নিয়ে কথা হবে না এমনটা নয়। কেউ কেউ কটাক্ষের সুরেই বললেন, 'বুড়ো বয়সের ভেলকি তো ভালই।'

উল্লেখ্য, এটা কাঞ্চনের তৃতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি। সেই পক্ষে একটি পুত্র সন্তান রয়েছে। জানা গিয়েছিল, এবছর জানুয়ারী মাসেই পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদ হয় তাঁর। এরপর, শ্রীময়ীর সঙ্গে প্রথমে আইনি বিবাহ সারেন তিনি। পরে, মার্চ মাসে মহা ধুমধাম করে বিবাহ করেন। 

সেই বিয়েতে যা আনন্দ এবং উচ্ছ্বাস ছিল শ্রীময়ীর, তাতে করে অনেকেই চোখ বাঁকিয়েছিলেন। কিন্তু! তাতে আনন্দে বিন্দুমাত্র ছেদ পড়েনি। অন্যদিকে, যেহেতু এটি কাঞ্চনের তৃতীয় বিয়ে, কেউ কেউ এমনও বলেছিলেন, এত শখ প্রথম বিয়েতেও থাকে না। তবে, আজ তাঁরা নতুন অধ্যায় শুরু করেছেন।  

 

sreemoyee chattoraj Kanchan Mullick
Advertisment