New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/kan.jpg)
কোথায় ঘুরছেন কাঞ্চন-শ্রীময়ী?
Kanchan and Shreemoyi: এদিকে, একবার যখন ঘুরতে বেড়িয়েছেন, তখন আর পায় কে? অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই বেশ ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। মালদ্বীপে ঘুরতে গিয়েছেন তাঁরা। কখনও জলে ডুবে রয়েছেন আবার কখনও বিচের পাড়ে দাঁড়িয়ে রয়েছেন।
কোথায় ঘুরছেন কাঞ্চন-শ্রীময়ী?
কাঞ্চন এবং শ্রীময়ী দুজনে যে হানিমুনে গিয়েছেন সেকথা অনেকেই জানেন। বিয়ের কয়েকমাস পর তাঁরা মধুচন্দ্রিমা যাপনে ব্যস্ত। আর সেখানে গিয়েই যে ধরনের ছবি আপলোড করছেন তারা...
সাধারণত, নিজেদের সম্পর্ক নিয়ে তারা খুব একটা রাখঢাক করেন না। বিয়ের পর বাসর থেকে ফুলসজ্জা সবকিছুই যেন, সকলের সামনে এনেছিলেন। গোপন রাখেন নি কিছুই। কিন্তু, তারপর এল হানিমুন পর্ব। মাঝখানে, নির্বাচনের জন্যই হয়তো বা তাদের একসঙ্গে ঘুরতে যাওয়া হয়নি।
এদিকে, একবার যখন ঘুরতে বেড়িয়েছেন, তখন আর পায় কে? অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই বেশ ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। মালদ্বীপে ঘুরতে গিয়েছেন তাঁরা। কখনও জলে ডুবে রয়েছেন আবার কখনও বিচের পাড়ে দাঁড়িয়ে রয়েছেন।
আরও পড়ুন - Kanchan Mullick: ‘খেলে তো তুমিই, আমি আর কই…’, হানিমুনে গিয়েই শ্রীময়ীকে ‘আদুরে’ খোঁটা কাঞ্চনের!
আর সেসব মুহূর্তের ছবি ভাইরাল করেই ফের একবার কটাক্ষ শুনতে হচ্ছে থাকে। বাচ্চা বউয়ের ঘাড়ে মুখ গুঁজে কাঞ্চন জলে ডুবে ছবি তুললেন। কিন্তু সেখানে গিয়ে বেশিরভাগ সময় বিছানায় বসেই যেন সময় কাটিয়ে দিলেন। ব্রেকফাস্ট পর্যন্ত করলেন বিছানায় বসেই। সেই ছবিও দেখালেন সকলকে।
এদিকে, তাদের রোম্যান্স দেখে কেউ কেউ চোখ বাঁকালেন। কেউ বললেন, কাঞ্চন দা যে দেখাচ্ছেন, অল্প বয়সীদের সন্দেহ দিন দিন বাড়ছে। আবার কেউ কেউ বলছেন, এমন বাড়াবাড়ি হানিমুনে গিয়ে তো দেখি নি। একদিকে, যখন শার্টখোলা কাঞ্চন, তেমনই শ্রী কালো রঙের বিকিনিতে তাঁকে সঙ্গ দিচ্ছেন।