Advertisment
Presenting Partner
Desktop GIF

Kanchan Mullick: 'আমার মুড সুইং-মেজাজে ও যা...', মেয়ের জন্মের আগে-পরে কি বরকে পাল্টে যেতে দেখলেন? কাঞ্চনকে কী বললেন শ্রীময়ী?

Sreemoyee Chattoraj-Kanchan Mullick: হাসপাতালের বিছানায় বসে রয়েছেন শ্রীময়ী। আর তাঁকে খাইয়ে দিচ্ছেন কাঞ্চন। সঙ্গী হিসেবে সমস্ত কর্তব্য পালন করছেন তিনি। যখন অন্তঃসত্বা ছিলেন তিনি তখনও কাঞ্চন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kanchan sreemoyi parents

Kanchan-Sreemoyi Daughter: বরকে নিয়ে কী লিখছেন শ্রীময়ী?

Sreemoyee Chattoraj Shares Emotional Note for Kanchan Mullick: কাঞ্চন এবং শ্রীময়ীর ঘর আলো করে এসেছে লক্ষী। কালীপুজোর ঠিক দুদিন পর, অভিনেতা এবং তাঁর স্ত্রী সুখবর দেন যে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। আচমকা খবরে যেন আকাশ থেকে পড়েছিলেন তাঁদের ভক্তরা। রসিকতা করতেও বাদ রাখেননি অনেকে।

Advertisment

কিন্তু কাঞ্চন এবং শ্রীময়ী তাঁদের সন্তানকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা। অভিনেত্রী গতকাল তাঁর মেয়ের ছোট্ট একটি ঝলক দেখিয়েছিলেন। মায়ের আঙুল ধরেছিল একরত্তি। ছোট্ট নরম গোলাপী হাত, মেয়ের সঙ্গে এখন নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। আর আজ তো তাঁর স্বামীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।

কাঞ্চন স্বামী হিসেবে যা যা করছেন, তাতে সত্যিই এটুকু বলা যায় শ্রীময়ী বেশ ভাগ্যবতী। সন্তান প্রসবের পর নারী শরীরে অনেক রকম পরিবর্তন আসে। শুধু শরীরে নয়, মানসিকভাবেও অনেক বদল আসে। শ্রী নিজেও ব্যতিক্রম না। কিন্তু কাঞ্চন সেসব যেভাবে সামলাচ্ছেন, তাতে আপ্লুত অভিনেত্রী এবং তাঁর স্ত্রী।

একটি ছবি সমাজ মাধ্যমে তিনি শেয়ার করেছেন। হাসপাতালের বিছানায় বসে রয়েছেন শ্রীময়ী। আর তাঁকে খাইয়ে দিচ্ছেন কাঞ্চন। সঙ্গী হিসেবে সমস্ত কর্তব্য পালন করছেন তিনি। যখন অন্তঃসত্বা ছিলেন তিনি তখনও কাঞ্চন স্বামী হিসেবে ছিলেন অনন্য। তাই, তো নিজেকে ভাগ্যবান মনে করে অভিনেত্রী সেই ছবির ক্যাপশনে লিখলেন...

আরও পড়ুন  -   Kanchan-Sreemoyi: হাসপাতালের বেডে শুয়ে শ্রীময়ী, সোহাগে-আদরে ভরিয়ে দিলেন কাঞ্চন 

"যে মানুষটি বিয়ের আগেও ভালো-মন্দ উভয় পরিস্থিতিতেই আমার পাশে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন, যে মানুষটি আমার গর্ভাবস্থার যাত্রার প্রথম দিন থেকেই আমার যত্ন নিয়েছেন, আমার শরীরের যত্ন নিয়েছেন, আমার সমস্ত খাবারের আকাঙ্ক্ষা পূরণ করেছেন, আমার মেজাজের দোলাচলকে হাসিমুখে গ্রহণ করেছেন, আমাকে ভালবাসার সাথে ধরে রেখেছেন।" 

আর আজ যখন মেয়েকে কাছে পেয়ে গিয়েছেন, তখনও একটুও বদলাননি কাঞ্চন। বরং এবার দুজনের খেয়াল রাখছেন তিনি। শ্রী বলছেন... " এখনও আমাকে এবং আমার মেয়েকে যত্ন সহকারে ধরে রেখেছেন,  রাতের পর রাত কেবিনে আমার সাথে জেগে থাকা, হয়তো তোমার কারণেই আমি সুস্থভাবে পৃথিবীতে একটি জীবন তৈরি করতে পেরেছি, এই মানুষটি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আমি তোমাকে খুব ভালবাসি।" 

"উল্লেখ্য, এইবছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে হয় তাঁদের। আর তাঁর সঙ্গে যেভাবে আনন্দ করে তারা সামাজিক বিয়ে করেছিলেন তাতে বাঁকা চোখে তাকিয়েছিলেন অনেকেই। নাচ গান উৎসবের মাঝে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। আর বিয়ের ৮ মাস পেরোতেই নতুন সংযোজন তাঁদের জীবনে।" 

 

 

 

sreemoyee chattoraj Kanchan Mullick tollywood news Tollywood Television star Tollywood Actress
Advertisment