বছর তিনেক আগেই অভিধান দিয়েছিলেন, আজ সেই ঘটনাই সত্যি হল। তাঁর মুখ ফস্কে বেরিয়ে যাওয়া কথা আজ সত্যি হল ভারতের ক্ষেত্রে। স্লেভ নেম একেবারেই পছন্দ ছিল না কঙ্গনার, আর আজ...
Advertisment
গতকাল থেকেই চর্চায় ইন্ডিয়া থেকে ভারত, দেশের ইংরেজি নাম পরিবর্তনের বিষয়টি চোখ এড়ায়নি কারওর। কেউ এতে সহমত হয়েছেন আবার কেউ বলেছেন দেশের সমস্যা মেটানোর দিকে এখন লক্ষ্য রাখা উচিত, নাম পরিবর্তনের ক্ষেত্রে নয়। হিন্দুস্তান অথবা ভারত - দেশের আসল নাম এটিই। ইন্ডিয়া, ব্রিটিশদের দেওয়া নাম। সেকারণেই এটিকে স্লেভ নেম হিসেবে মানেন কঙ্গনা।
বছর তিনেক আগেই তিনি বলেছিলেন, দেশের আসল নাম ভারত হওয়া উচিত। এবার সেই ঘোষণা সত্যি হওয়ার পালা। ইন্ডিয়ার নাম অফিসিয়ালি ভারত হওয়ার আগেই কঙ্গনা নিজের গুন গাইতে ভুললেন না। সোজা নিজের তিন বছর আগের মন্তব্যকে সকলের সামনে আনলেন। প্রকাশ্যে বললেন, "অনেকেই বলে আমি কালা জাদু জানি। কিন্তু এটা গ্রে ম্যাটার। সকলকে শুভেচ্ছা। একটা দাস নাম থেকে মুক্তি। জয় ভারত।" নাম বদলে যাচ্ছে দেশের। এসময়ে, একেক জনের একেকটা যুক্তি। কিন্তু কঙ্গনা..?
ইন্ডিয়া নামের মধ্যে আছেটা কী বলে প্রশ্ন তুললেন? সাফ জানিয়ে দিলেন, ব্রিটিশরা উচ্চারণ করতে পারতেন না বলেই ইন্ডিয়া নাম রেখেছিলেন। আসলে তো ভারত। ব্যাখ্যা দিলেন মহাভারতের। তাঁর সঙ্গে সঙ্গে একথাও বললেন, ভারত মানে কী? সংস্কৃত অনুযায়ী ভারত মানে অগ্নি। ভারত নামের সঙ্গে জড়িয়ে আছে অনেক দায়িত্ব, সমৃদ্ধি - জ্ঞান।