/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/kangana-759-news-1.jpg)
কঙ্গনা রানাওয়াত।
বিপাকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিতর্কিত কৃষি বিলের বিরোধিতা করায় কৃষকদের নিশানা করে টুইট করেছিলেন বলিউডের 'ক্য়ুইন'। সেই টুইটকে ঘিরেই কর্নাটকে কঙ্গনার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। টুমকুরু জেলায় কঙ্গনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, ভারতীয় দণ্ডবিধির ১০৮, ১৫৩ এ ও ৫০৪ ধারায় কঙ্গনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গত ২১ সেপ্টেম্বর কঙ্গনার টুইটে তিনি আগাত পেয়েছেন বলে অভিযোগ জানিয়েছিলেন আইনজীবী এল রমেশ নায়েক। তাঁর অভিযোগের উপর ভিত্তি করে পুলিশকে এফআইআর দায়ের করতে গত ৯ অক্টোবর নির্দেশ দেয় তুমাকুরুর জুডিশিয়াল ম্য়াজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট।
আরও পড়ুন: বলিউডের ‘মানহানি’! রিপাবলিক টিভি-টাইমস নাও-এর বিরুদ্ধে হাইকোর্টে তাবড় প্রযোজকরা
People who spread misinformation and rumours about CAA that caused riots are the same people who are now spreading misinformations about Farmers bill and causing terror in the nation, they are terrorists. You very well know what I said but simply like to spread misinformation ???? https://t.co/oAnBTX0Drb
— Kangana Ranaut (@KanganaTeam) September 21, 2020
টুইটারে ঠিক কী লিখেছিলেন কঙ্গনা?
বলিউড নায়িকা লিখেছিলেন, ''যাঁরা সিএএ নিয়ে ভুল তথ্য় ও গুজব রটিয়েছিলেন, যার ফলে দাঙ্গা হয়েছিল, সেই লোকগুলোই এখন কৃষি বিল নিয়ে ভুল তথ্য় ছড়াচ্ছেন। যার ফলে দেশে দাঙ্গা হচ্ছে, তাঁরা সন্ত্রাসবাদী। আপনারা ভালই বুঝতে পারছেন, আমি কী বলছি''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন