কথাতেই আছে যত দোষ, নন্দ ঘোষ.. বাংলার এই প্রবাদ সম্ভবত করণ জোহরের ক্ষেত্রেই খাটে! কারণ, বিটাউনে উনিশ-বিশ কিছু হলেই কঙ্গনা রানাউত তাঁকে দায়ী করেন। কঙ্গনার কাছে করণ-ই নন্দ ঘোষ! এবার বলিউড ছেড়ে প্রিয়াঙ্কা চোপড়ার পাকাপাকিভাবে মার্কিন মুলুকে তারকা হিসেবে প্রকাশ করার জন্যও করণ জোহরকেই দায়ী করলেন 'বলিউড ক্যুইন'।
কঙ্গনার অভিযোগ প্রিয়াঙ্কাকে বলিউডে কোণঠাসা করা হয়েছে। শাহরুখ-গৌরী খানের সঙ্গে করণের বন্ধুত্বের জন্যই দেশি গার্লকে বলিউড-ছাড়া করেছেন করণ জোহর। এমনই সুর শোনা গেল কঙ্গনার গলায়। টুইটারে ফের রণংদেহি মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। বহিরাগতদের কীভাবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়রানির শিকার হতে হয়, সেই অভিযোগ তুলে ফের করণ জোহরকে বিঁধলেন কঙ্গনা রানাউত।
বলিউডি ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার অনুপস্থিতি অনুরাগীদের বেশ ভাবিয়ে তুলেছিল। সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। তবে তিনি কারও নাম না নিয়েই আসল কারণটা ফাঁস করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া জানান, "বলিউড আমাকে কোণঠাসা করে দিয়েছিল। কেউ কোনও সিনেমায় কাস্ট করছিল না। এমনকী, ইন্ডাস্ট্রির কয়েকজনের সঙ্গে সম্পর্কেও ভাঁটা পড়েছিল। তাই বলিউডের রাজনীতির শিকার হয়ে আমার পক্ষে কাজ করা অসম্ভবপর হয়ে দাঁড়িয়েছিল। শেষমেশ ম্যানেজার অঞ্জুলা আচার্যর জন্যই এই কঠিন পরিস্থিতি থেকে বেরতে পারি।" এবার প্রিয়াঙ্কার সেই সাক্ষাৎকারকে হাতিয়ার করেই বিস্ফোরকভাবে করণ জোহরকে দুষলেন কঙ্গনা রানাউত।
<আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাচে মত্ত শাহরুখ-পুত্র! ‘শেহজাদা’ আরিয়ানের এই বান্ধবীকে চেনেন?>
একাধিক টুইটে 'বলিউড ক্যুইন' তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন। দেশি গার্লের মন্তব্য, "বলিউডের লোকেরা প্রিয়াঙ্কার বিরুদ্ধে একজোট হয়েছিল। ওঁকে ধমকে, ব্যঙ্গ-বিদ্রুপ করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়েছে। একজন স্বপ্রতিষ্ঠিত মহিলাকে ভারত ছাড়তে বাধ্য করেছে। সবাই জানে করণ জোহর প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করে দিয়েছিল। মিডিয়াতেও করণের সঙ্গে প্রিয়াঙ্কার বিবাদের কথা উঠে এসেছিল। শাহরুখ খান ও মুভি মাফিয়াদের বন্ধু করণ জোহর এতটাই হেনস্তা করেছে প্রিয়াঙ্কাকে যে ও ভারত ছাড়তে বাধ্য হয়েছে।" এখানেই অবশ্য থামেননি কঙ্গনা।
তাঁর কথায়, "বলিউডে বহিরাগতদের ওপর এহেন হেনস্তা করার জন্য করণকে শাস্তি দেওয়া উচিত। হিংসুটে, টক্সিক মানুষ একটা। ইন্ডাস্ট্রির সংস্কৃতি, কাজের পরিবেশ খারাপ করার জন্য AB (অমিতাভ বচ্চন), শাহরুখের পিআর-দেরকে রেইড করা উচিত।"