scorecardresearch

ঝগড়া-কেচ্ছা, অপমান অতীত! ৩৬০ ডিগ্রি ঘুরে স্বরাকে ‘হাসিমুখে’ বিয়ের শুভেচ্ছা কঙ্গনার

স্বরা ভাস্করকে বিয়ের শুভেচ্ছা ‘ঝগড়ুটে’ কঙ্গনার!

Swara Bhasker, Swara Bhasker marriage, Kangana Ranaut, Swara Bhasker Fahad Ahmad, leader Fahad Ahmad, Swara Bhasker Kangana Ranaut, Special Marriage act, Bollywood, স্বরা ভাস্কর, ফাহাদ আহমেদ, কঙ্গনা রানাউত, স্বরা ভাস্কর কঙ্গনা রানাউত, স্বরা ফাহাদ, স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, বলিউডের খবর
স্বরা ভাস্করকে বিয়ের শুভেচ্ছা কঙ্গনা রানাউতের

‘তনু ওয়েডস মনু’ সিনেমার সেটে ২০০ লোকের সামনে স্বরা ভাস্করকে চূড়ান্ত অপমান করেছিলেন কঙ্গনা রানাউত। পরিচালক তাঁর প্রশংসা করায় হজম করতে পারেননি ‘বলিউড ক্যুইন’! এখানেই অবশ্য শেষ নয়। একবার প্রকাশ্যেই স্বরা ভাস্করকে ‘বি গ্রেড’ অভিনেত্রী বলে কটুক্তি করেন। তবে অতীতের সেই কেচ্ছা-অপমান সব ভুলে এবার তাঁকে বিয়ের শুভেচ্ছা জানালেন কঙ্গনা রানাউত।

বৃহস্পতিবারই যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে খাতায়-কলমে গাঁটছড়া বাঁধেন স্বরা ভাস্কর। তবে ধর্ম বাঁধ মানেনি তাঁদের ভালবাসায়। আর সেই প্রেক্ষিতেই ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’কে কুর্নিশ জানান স্বরা ভাস্কর। ধর্ণা মঞ্চে মিছিলে গিয়ে চোখাচোখি। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। সমাজবাদী পার্টির সেই নেতাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন স্বরা। গতকাল আইনি বিবাহ সেরে নেটপাড়ায় ছবি দেওয়া মাত্রই শোরগোল। শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তবে যাঁর শুভেচ্ছাবার্তা সবথেকে বেশি নজর কাড়ল তিনি কঙ্গনা রানাউত।

যে নায়িকার সঙ্গে তাঁর প্রায় সাপে-নেউলে সম্পর্ক ছিল একসময়ে। ৩৬০ ডিগ্রি ঘুরে তাঁকেই কিনা শুভেচ্ছা জানালেন। স্বরা ভাস্করের আইনি বিবাহের টুইট শেয়ার করে কঙ্গনা লেখেন, “ভগবানের আশীর্বাদে তোমাদের দুজনকেই বেশ হাসিখুশি আর সুখী লাগছে। বিয়ে তো হৃদয়ের হয়, বাকি সবই আনুষ্ঠানিকতা..।”

[আরও পড়ুন: ‘প্রথমবার এমন MP দেখলাম!’ বসিরহাটের ‘মাচায়’ নুসরতকে নিয়ে বড়সড় কথা মিকা সিংয়ের]

প্রসঙ্গত, বৃহস্পতিবার একেবারে ছিমছামভাবেই আইনি বিবাহ সারেন স্বরা। তবে এরপর ঘনিষ্ঠ বন্ধুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন অভিনেত্রী। যেখানে উপস্থিত ছিলেন সোনম কাপুর, দিব্যা দত্তা, ডিজাইনার সন্দীপ খোসলারা। তবে সামাজিক মতেও বিয়ে করবেন তাঁরা। সেটা হবে দিল্লিতে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kangana ranaut congratulates swara bhasker after her wedding with fahad ahmad