Actress House Electric Bill: অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কত কাণ্ডই না হয়। প্রকাশ্যে তাঁরা অনেক কথাই বলে বেড়ান, কেউ কেউ তো এতই ঠোঁটকাটা যে চিন্তাও করেন না কিছু। পরে যদিও বা নিজেদের মন্তব্যের কারণে সমস্যায় পড়েন। অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁদের মধ্যে একজন। এই অভিনেত্রীর মুখে যে কোনো লাগাম নেই সেকথা আগে নিজেই জানিয়েছিলেন।
বর্তমানে অভিনেত্রী সাংসদও বটে। একদিকে যেমন তাঁর সিনেমাটিক কাজ নিয়ে নানা প্রশ্ন উঠেছে, কেউ কেউ তাঁর ইমার্জেন্সী ছবিকেও ডিসাস্টার বলে ঘোষণা করেছেন, কিন্তু বর্তমানে তিনি রাজনীতির প্রেক্ষাপটে বেশি মন দিয়েছেন। এবং একথা অনেকেই জানেন মানালিতে একটি বাড়ি আছে কঙ্গনার। সেই বাড়িকে মাঝখানে সাজিয়ে গুজিয়ে তিনি দারুণ রূপ দিয়েছিলেন। অনেক পর্যটক সেটি দেখতে পর্যন্ত যেতেন। কিন্তু, সেই বাড়ি যে কংগ্রেস আমলে এমন এক সমস্যার মধ্যে পড়বে, যেন ভাবতেও পারেননি তিনি।
কংগ্রেস শাসিত হিমাচল সরকারের অধীনে তাঁর বাড়ি। সেখানে ফাঁকা বাড়িতেই যে এত টাকার বিল আসবে, যেন কল্পনাই করতে পারেননি তিনি। অভিনেত্রীর কথায়, আপনারা ভাবতেও পারবেন না কি হয়েছে। আমার মনালির বাড়িতে ইলেকট্রিক বিল এসেছে ১ লাখ টাকা! আমি ওই বাড়িতে থাকিও না। ফাঁকা বাড়ি ওটা, সেখানে নাকি এত টাকা বিল এসেছে। এত দুর্দশা হয়ে রয়েছে ওখানে, আমি সেসব ঘটনা সম্পর্কে জানতে পারি, আর আমার লজ্জা হয়। কিন্তু, দেখা যাক আমরা আদৌ বদল আনতে পারি কিনা। আমাদের কাছে এমন একটা সুযোগ আছে, আর আমার ভাই বোনরা অনেকেই গ্রাউন্ডে কাজ করে তো হয়তো বা ভাল কিছু হবে।
আরও পড়ুন - Manasi Sinha on Thakurpukur : ফুর্তি করতে গিয়ে মানুষের প্রাণ গিয়েছে,…
প্রসঙ্গে, অভিনেত্রীর সর্বশেষ রিলিজ ছিল ইমার্জেন্সী, যেখানে তিনি অভিনয় করেছিলেন প্রধানমন্ত্রীর চরিত্রে। তারপর নতুন ছবির কথা তিনি আর কিছুই বলেননি। তবে, ছবির জন্যও যে তিনি নিজের বাড়ি ঘর এবং তাঁর ভেতরে থাকা সবকিছুই বন্দক রেখেছিলেন সেকথা জানিয়েছিলেন নিজেই। এমনকি, এও বলেছিলেন যে ইমার্জেন্সী ভাল ব্যবসা না করলে তাঁর জীবনে বড় লস হতে পারে।
যদিও, তাঁর শেষ কিছু ছবি একেবারেই বক্স অফিসে লাভ করতে পারেনি। বরং, মনিকর্নিকা এবং কুইনের পর তাঁকে সেভাবে কোনও ছবিতেই দারুণ পারফর্ম করতে দেখা যায়নি।