Manasi Sinha on Thakurpukur : ফুর্তি করতে গিয়ে মানুষের প্রাণ গিয়েছে, টাকা দিয়ে সেটেলমেন্ট! 'মুখ্যমন্ত্রী কি...', তেড়েফুঁড়ে আক্রমণ মানসীর

Manasi Sinha on Thakurpukur Kolkata incident: এই প্রসঙ্গেই এবার নানা প্রশ্ন তুলেছেন মানসী সিনহা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি যথেষ্ট উদ্বিগ্ন এই ঘটনায়। শেষ কিছু সময়ে চারপাশে যা ঘটছে, তাতে মাথা হেট হয়ে যাচ্ছে তাঁর…

Manasi Sinha on Thakurpukur Kolkata incident: এই প্রসঙ্গেই এবার নানা প্রশ্ন তুলেছেন মানসী সিনহা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি যথেষ্ট উদ্বিগ্ন এই ঘটনায়। শেষ কিছু সময়ে চারপাশে যা ঘটছে, তাতে মাথা হেট হয়ে যাচ্ছে তাঁর…

author-image
Anurupa Chakraborty
New Update
manasi sinha on thakurpukur incident

manasi sinha on thakurpukur incident : কী কী প্রশ্ন তুললেন মানসী? Photograph: (ফাইল চিত্র )

Manasi Sinha on Thakurpukur Kolkata incident: টলিপাড়ার বুকে ঘটেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ঠাকুরপুকুরের ঘটনার কথা মোটামুটি অনেকেই জানেন। সবথেকে বড় কথা যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে যা দেখা যাচ্ছে, সেটি ভাষায় প্রকাশ করার মত না। সেই কাণ্ডে নাম জড়িয়েছে অনেকেরই। বেশ কিছু জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর কথা শোনা যাচ্ছে। যার মধ্যে ঋ থেকে আরিয়ান ভৌমিকের নাম শোনা যাচ্ছে।

Advertisment

যে পরিচালক এই কান্ড ঘটিয়েছেন, তাঁকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। আগামীকাল পর্যন্ত তিনি তাঁদের তত্ত্বাবধানেই থাকবেন। কিন্তু, অভিনেত্রী ঋ জানিয়েছেন, তিনি নাকি ট্রমার মধ্যে রয়েছেন। শুধু তাই নয়, সেখান থেকে পালিয়ে আসার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই প্রসঙ্গেই এবার নানা প্রশ্ন তুলেছেন মানসী সিনহা ( Manasi Sinha )। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি যথেষ্ট উদ্বিগ্ন এই ঘটনায়। শেষ কিছু সময়ে চারপাশে যা ঘটছে, তাতে মাথা হেট হয়ে যাচ্ছে তাঁর। পালিয়ে যেতে ইচ্ছে করছে। অভিনেত্রী সেই মদ্যপ পরিচালকের থেকে বেশি প্রশ্ন তুললেন ঋ এর বিরুদ্ধে।

আরও পড়ুন  -  Thakurpukur Car Accident: সাফল্য সেলিব্রেট করতে গিয়ে সব শেষ! ঠাকুরপুকুর কাণ্ডে কাজ হারালেন স্যান্ডি, ঋ-র পরিবর্তে নতুন মুখ

তাঁর কথায়, "আমার ভিক্টোকে ( Drunk Accused Director Victo ) নিয়ে না কিছু বলার নেই। কারণ, ও এমনিতেই চূড়ান্ত নেশাগ্রস্থ অবস্থায় ছিল। ও ওই অবস্থায় গাড়ি চালিয়েছে, মানুষ মেরে ফেলেছে - এটা তো হওয়ারই ছিল। ওর তো যাবজ্জীবন হোক। কিন্তু আমার প্রশ্ন এখানে, যে ঋ ( Actress Rii ) যে ওখানে সবথেকে বড়, ও কেন ওই গাড়িতে উঠল? ও সবার থেকে বয়সে বড়... এটুকু ভাবনা চিন্তা নেই, যে কী হতে পারে? ওর তো সবাইকে কান ধরে গাড়ি থেকে নামানো উচিত ছিল। এই বোধ বিবেচনাটা মাথায় আসেনি মানে ও নিজেও ঠিক অবস্থায় ছিল না। কলকাতা শহরে রাত্রে কি গাড়ি পরিষেবা মেলে না? কী হতো যদি গাড়ি পরের দিন নিত? লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর ওই মেয়েটি, ছিঃ ছিঃ! কীভাবে গাড়ি থেকে পড়ে যাচ্ছে..."

Advertisment

আরও পড়ুন  -  Jeet: ভরা হাটে কোয়েলের দিকে সাপ ছুঁড়ে মারলেন জিৎ, তারপর?

এরপরই তিনি গতকালের ঘটনার কথা বলেন। মৃতর ছেলে জানান, অভিযুক্তর আইনজীবী এবং পুলিশ পয়সা দিয়ে সমস্ত ঘটনা সেটেলমেন্ট করার কথা বলেছেন। তাঁর দিকে তাকিয়ে নাকি হাসা হয়েছে। অভিনেত্রীর কথায়, "ভাবা যায়? কেন এটা হবে কেন? মানুষের প্রাণের দাম নেই? ফুর্তি আনন্দের চোটে এতবড় ঘটনা ঘটে গেল, সেটা আবার সেটেলমেন্ট করার কথা বলছেন? কেন? মুখ্যমন্ত্রী পারেন না সেই পুলিশ এবং আইনজীবীকে সাসপেন্ড করতে? প্রাণের মূল্য তাও আবার সেটেলমেন্ট হবে? যে মানুষটি মারা গেছেন তাঁর পরিবারকে অবশ্যই টাকা দেওয়া উচিত, কিন্তু তাই বলে রফা হবে? ছিঃ! এখানে কোনও কেসের সঠিক কিছু হয় না।"

Manasi sinha Actress Rii tollywood news tollywood Tollywood Actress Thakur pukur Car Accident