তিনি বরাবরই আধ্যাত্মিক শব্দে বিশ্বাসী। রাজনীতির মঞ্চে বরাবরই মোদীর রাস্তায় হেঁটেছেন তিনি। আর এবার, যখন দেশে রামমন্দির নির্মাণ হচ্ছে তখন তিনি প্রধানমন্ত্রীর হয়ে কিছু বলবেন না এও আবার হয় নাকি? সেদিন আমির কন্যার বিয়েতে গিয়েও জয় শ্রী রাম ধ্বনি দিয়েছিলেন, এবার কঙ্গনা ( Kangana Ranaut ) যা বললেন...
কঙ্গনা রানাউত সবসময় বিতর্কে থাকতে ভালবাসেন। কখনও তিনি রাজনৈতিক বক্তব্য রাখেন আবার কখনও অনেকের মতেই অত্যধিক বেশি কথা বলে আলোচনায় থাকেন। কিন্তু, এবার...! তিনি সোজাসুজি প্রধানমন্ত্রীকে ( PM Narendra Modi ) নিয়েই বক্তব্য রেখেছেন। তাঁকে দেখে মুগ্ধ অভিনেত্রী। খবর এমনই, তিনি আমন্ত্রণ পেয়েছেন অযোধ্যায় ( Ayodhya Ram mandir )। যান কিনা সেটাই দেখার। কিন্তু কী এমন বললেন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে? অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেসব কথা।
২২ তারিখ রামলালার মূর্তি স্থাপনের উপলক্ষে দেশ জুড়ে উৎসবের মরশুম। যেন এক অসাধ্য সাধন হয়েছে অবশেষে। যদিও বা অনেকেই একে রাজনৈতিক প্রেক্ষাপটেও ভেবে এসেছেন। সামনেই লোকসভা নির্বাচন, সেই আঙ্গিকেও মানুষের নানা ভাবনা চিন্তা রয়েছে। তবে, কঙ্গনা এবার প্রধানমন্ত্রীর কাজ উপলক্ষে না, তাঁর উজ্জ্বল দৃষ্টি, মানুষের প্রতি তাঁর ভালবাসা, কঠোর পরিশ্রমের উল্লেখ করলেন। বললেন...
"মোদী জি আমাদের একজন। কিন্তু, তিনি কেন আমাদের একজন হয়েও বেশ আলাদা? আমার মনে হয় এটা তার ব্যাক্তিগত তীব্রতা। উনার ইচ্ছে, আবেগ এবং কাজ করার স্পৃহা তাঁকে আলাদা করেছে। উনার আজকের ছবি দেখুন। এটুকু বোঝাই যায় তাঁর উজ্জ্বল চোখের দৃষ্টি কী সাংঘাতিক। কতটা তীব্র। উনার চোখের দিকে তাকালেই বোঝা যায় পুরোটাই একটা লুক! যেন তলোয়ারের মত ধারালো এবং তারার মত জ্বলজ্বলে।"
মাঝেমধ্যেই কঙ্গনাকে দেখা যায় তিনি মন্দিরে পুজো দিতে ব্যস্ত। আবার সামনেই তিনিও প্রধানমন্ত্রীর ভূমিকায় বড়পর্দায় আসছেন। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ( Kangana As Indira ) ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে তিনি একাধারে পরিচালকও। ফলেই, প্রধামন্ত্রীর পদের সঙ্গে বেশ ভাললাগা রয়েছে তাঁর। যদিও, রাজনীতির ময়দানে এবার লোকসভা নির্বাচনের আগে তাঁকে দেখা যাবে কিনা সেটাই ক্রমশ প্রকাশ্য।