Advertisment
Presenting Partner
Desktop GIF

Kangana Ranaut: নেপোকিডদের ছিঁড়ে খান, তাহলে হঠাৎ কেন আরিয়ানের জন্য মধুর বাক্য বলছেন কঙ্গনা? ঘটনা কী?

Kangana Ranaut news: বলিউডের এমন কিছু তারকা সন্তান যারা নিজেদের অভিনয় দিয়ে নয় বরং পরিচিতির বশে অতিরিক্ত সুযোগ পেয়েছেন এবং তারপরও সেটিকে কাজে লাগাতে পারেননি, তাঁদের নিয়ে সবসময় কিছু না কিছু মন্তব্য করেই থাকেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
aryan kangana

Kangana To Aryaan: শাহরুখ পুত্রকে নিয়ে কী বলছেন কঙ্গনা?

Kangana-Aryaan: কঙ্গনা রানাউত যেভাবে বলিউডের বিগশটদের চেপে ধরেন, সেকথা অনেকেই জানেন। বিশেষ করে যাদের এককথায় নেপোকিড বলা হয়ে থাকে, তাঁদের নিয়ে সবসময় কঙ্গনা যে ধরনের কথা বলেন, এবার তাঁর ব্যতিক্রম হল কিভাবে?

Advertisment

বলিউডের আউটসাইডার কঙ্গনা, মান্ডি থেকে খুব কম সময়ে বলিউডে পা রেখেছিলেন, এবং নিজের পরিচিতি তৈরি করেছিলেন। তাই বলিউডের এমন কিছু তারকা সন্তান যারা নিজেদের অভিনয় দিয়ে নয় বরং পরিচিতির বশে অতিরিক্ত সুযোগ পেয়েছেন এবং তারপরও সেটিকে কাজে লাগাতে পারেননি, তাঁদের নিয়ে সবসময় কিছু না কিছু মন্তব্য করেই থাকেন তিনি। বিশেষ করে তাঁর আক্রমণের তালিকায় যারা থাকেন, তাঁরা হলেন...

আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন এমনকি অনন্যা পান্ডে। মাঝেমধ্যে রণবীর কাপুর এবং করণ জোহরকে সুযোগ পেলেই তিনি যা নয় তাই বলেন। তবে, এবার এক তারকা সন্তানকে নিয়ে তিনি প্রশংসায় পঞ্চমুখ। শাহরুখ পুত্র নতুন শুরুর ঘোষণা করেছেন গতকাল। তিনি যে সিনেমায় নয় বরং পরিচালনার কাজে আসতে চলেছেন সেকথা অনেকেই জানেন। শাহরুখ নিজেও গতকাল এই প্রসঙ্গে একটি পোস্ট করেছিলেন। সেই নিয়েই কঙ্গনা মুখ খুলেছেন।

আরও পড়ুন  -   Bohurupi Bangladesh Release: শিবু-নন্দিতার 'বহুরূপী' এবার পদ্মাপাড়ে, বাংলাদেশে কবে রিলিজ করছে এই ছবি?

আরিয়ানকে পরিচালনার কাজে সক্রিয় দেখে কুইন অভিনেত্রী বলেন, "দেখতেও ভাল লাগে যে, ফিল্মি পরিবারের সন্তানরা যে কেবলমাত্র ভাল মেকাপ করে, পুতুল সেজে নিজেকে অভিনেতা ভাবার থেকে বেশি আরও অনেক কিছু করতে চায়। ভারতীয় চলচ্চিত্রকে আমাদের আরও সমৃদ্ধ করা উচিত। বর্তমান সময়ে এহেন সিদ্ধান্ত সবথেকে বেশি দরকার। দেখে ভাল লাগছে যে আরিয়ান ক্যামেরার পিছনে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ন ভূমিকা। সহজ পথে না গিয়ে, ও যে সুন্দর একটা পথ বেছে নিয়েছে, যেখানে সহজে কেউ যায় না, সেটা প্রশংসনীয়। আরিয়ানের ডেবিউ দেখতে উৎসাহী।"

যে কঙ্গনা একসময় আরিয়ানকে নেশারী, দোষীদের মত ভয়ঙ্কর সব বিশেষণে বিঁধেছিলেন, তাঁর এহেন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই। কিন্তু তাতে কী? রাজনীতিবিদ এবং অভিনেত্রী যে নতুন প্রতিভাদের স্বাগত জানিয়েছেন, সেকথা তিনি নিজে মুখেই জানিয়েছেন। এইবছর লোকসভা নির্বাচনে তিনি সংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন।

আসন্ন জানুয়ারিতে তাঁর নতুন ছবি রিলিজ করতে চলেছে ইমার্জেন্সী। এবছর রিলিজ করার কথা ছিল তাঁর এই ছবি। যেখানে, তাঁকে দেখা যেতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়।

Bollywood Actor bollywood Shah Rukh khan Kangana Ranaut bollywood actress Aryan khan
Advertisment