scorecardresearch

‘টাকার জন্য ছবি করেন…’, কঙ্গনার নাকি উপায় ছিল না? মোক্ষম পাঠ পড়ালেন ‘মস্তানি’ দীপিকা

ফীর ক্যটফাইট দুজনের মধ্যে? কী জবাব দিলেন দীপিকা?

kangana ranaut, deepika padukone, kangana ranaut bollywood, kangana ranaut news, kangana ranaut update, deepika padukone news, deepika padukone bollywood, deepika padukone update, deepika padukone news update, deepika padukone entertainment news, entertainment news, indian express entertainment news, express news, দীপিকা পাডুকোন,
দীপিকা-কঙ্গনা

অভিনেত্রীর কেরিয়ার বোঝা যায় তার সিনেমা দেখেই, কোন চরিত্রে সে অভিনয় করছে তাঁর ওপর? কঙ্গনাকে এক উত্তরেই মুখ বন্ধ করেছিলেন বলিউডের আরেক অভিনেত্রী দীপিকা পাডুকোন। একজন হিমাচলি অন্যজন বেঙ্গালুরু কন্যা, ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ছিল না কারওর। এবং দুজনেই বেশ দাপটের সঙ্গে কাজ করে চলেছেন।

কিন্তু শুরুর দিকে কঙ্গনা, এবং দীপিকা দুজনেই নানা ছবিতে কাজ করেছেন। তাঁর মধ্যে বেশ কয়েকটি ভিন্ন ধরনের ছবিতেও যাতে মানায় না তাদের, এমন ছবিও রয়েছে। যদিও দুজনের মধ্যে শত্রুতার শেষ নেই। কিন্তু, কখনও কখনও একে অপরকে নিয়ে প্রশংসাও করেছেন। কী এমন হয়েছিল যে কঙ্গনা দীপিকার মধ্যে শুরুর দিকেই বিবাদ হয়েছিল?

এক সাক্ষাৎকারে তাঁদের দিকে প্রশ্ন ছোঁড়া হয়েছিল টাকার বিনিময়ে কোনও ছবি করেছেন? সোজা উত্তর দিয়েছিলেন দীপিকা, “একেবারেই না! কোনোদিন তেমনটা করি নি”। কিন্তু কঙ্গনা জানান তিনি করেছেন। শুরুর দিকে, যখন পয়সা ছিল না তখন নিজের পেট চালাতেই এইকাজ তিনি করেছেন। অভিনেত্রী বলেন…

আরও পড়ুন [ ‘আমার সবকিছুই বড় পছন্দ…’, বিয়ের বিরাট সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা! ]

“আমার তখন খুব চাপ ছিল। কোনও উপায় ছিল না। তাঁর থেকেও বড় কথা, বিয়েবাড়িতে নাচা এবং খারাপ ছবি করা… এই দুটো অপশন ছিল শুধু। আমি দ্বিতীয়টা বেছে নিয়েছি, খারাপ ভাল দুই ধরনের ছবিও করেছি”। কিন্তু এখানেই তাঁকে থামিয়ে দিলেন দীপিকা। সোজা উত্তর দিলেন, “আসলে একজন অভিনেত্রীর কেরিয়ার নির্ভর করে তাঁর ছবির ওপর। সে কেমন চরিত্রে অভিনয় করবেন এটাই পরিচয়। আমি এমন ছবি করিনি যাতে আমায় প্রশ্নের সম্মুখীন হতে হয়। কোনও পরিস্থিতিতেও সেটা করিনি”।

উল্লেখ্য, টাকার জন্য সিনেমা করেছিলেন শাহরুখ নিজেও। সেইকথা জানিয়েছিলেন অভিনেতা। বাড়ি নিয়েছিলেন, তাই টাকার দরকার ছিল। সেদিন দীপিকার জবাবে একটা কথাও বলতে পারেন নি কঙ্গনা। যদিও পরে ক্যাট ফাইট হয়েছে দুজনের মধ্যে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kangana ranaut said did films for money here what deepika says