scorecardresearch

‘আমার সবকিছুই বড় পছন্দ…’, বিয়ের বিরাট সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা!

নিয়ের সময় বিরাট শর্ত রাখেন প্রিয়াঙ্কা?

priyanka chopra, priyanka chopra news news on priyanka chopra, প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া নিউজ, প্রিয়াঙ্কা চোপড়া আপডেট
প্রিয়াঙ্কার বিরাট শর্ত!

জীবনে সবকিছুই বড় মাপের চাই? এমনকি বিয়ের ক্ষেত্রেই সেই একই ঐতিহ্য বজায় রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, হঠাৎ কেন এমন বললেন তিনি?

প্রিয়াঙ্কা চোপড়া, নামটা একাই একশ! শুধু তাই নয়, বলিউড হলিউড একাই কাঁপাতে পারেন তিনি। ঠিক তেমনই জীবনের সঙ্গে কোনও আপস নয়, বরং সবকিছুই বিরাট মাপের করতে চান তিনি। ভীষণ সাহসী এই মানুষটির নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আগে থেকেই ভেবে রেখেছিলেন কী কী করতে চান এবং কেমন হবে সবকিছু। বিয়ের খরচ ছিল আকাশছোঁয়া। আর এবার মুখ খুলেছেন সেই প্রসঙ্গেই। অর্থাৎ?

আরও পড়ুন [ Cannes-এ বাংলার জয়জয়কার! ফিল্ম ফেস্টিভালে দেবী চৌধুরানীর পোস্টার রিলিজের সুখবর দিলেন প্রসেনজিৎ ]

জয়পুরের প্রাসাদে বিয়ের আসর বসেছিল তিনদিন ধরে। খ্রিষ্টান এবং হিন্দু দু-মতে বিয়ে হয়েছিল তাঁর। লোকজন এর সমাগম খুব কম থাকলেও টাকার অঙ্ক ছিল বিশাল। প্রায় অনেকগুলি রিসেপশনও হয়েছিল। অভিনেত্রীর কথায়, “আমি সবকিছুই বিরাট আকারের করতে করতে ভালবাসি। আমি জীবনে যা করেছি সবই বড় আকারের। আমার সবকিছুই বড়ই পছন্দ! ৭৫ ফুট লম্বা ট্রেল তাঁর সঙ্গে প্রাসাদে বিয়ে এগুলো আমার স্বপ্ন ছিল। এটা তো দোষের নয়?”

খ্রিষ্টান বিয়েতে সাদা রালফ অ্যান্ড লরেন এর চোখ ধাঁধানো গাউন পড়েছিলেন প্রিয়াঙ্কা। আর সন্ধেবেলা পরনে ছিল লাল রঙের সব্যসাচী মুখোপাধ্যায়ের জমকালো লেহেঙ্গা। বিয়ের পরেও নানান পোশাকে নজরে পড়েছিলেন তিনি। তবে, বিয়ের সেসব দিন এখন অতীত। বরং মেয়ে মালতী মেরিকে নিয়ে সুখের সংসার বেঁধেছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra said wanted to do big things