Advertisment

Kangana Ranaut: 'উনি কি স্বামী বিবেকানন্দ?' রণবীর কাপুরের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা?

Ranbir Kapoor - Kangana Ranaut: বহুবছর আগে রণবীর কাপুরকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এই এবার নিজের মন্তব্যের খাতিরেই আবার হাসির ছলেই রণবীরকে নিয়ে খোরাক করলেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Kangana Ranaut shared why he called Ranbir Kapoor a serial skirt chaser bollywood news

Kangana Ranaut on calling Ranbir Kapoor ‘serial skirt chaser’- কঙ্গনা কী বললেন রণবীরকে?

Kangana Ranaut - Ranbir Kapoor:  কঙ্গনা রানাউত, সবসময় নিজের মন্তব্যের কারণে আক্রমণের মুখে থাকেন। বিশেষ করে ২০২০ সালে সারাদেশ জুড়ে কঙ্গনার মন্তব্যের কারণে একের পর এক FIR হতে থাকে। তাঁকে টুইটার থেকে ব্যান করে দেওয়া হয়। কিন্তু পরে তিনি আবার ফেরেন। আর বর্তমানে তিনি ইমার্জেন্সী ছবির প্রচারে ব্যস্ত।

Advertisment

তাঁর মধ্যেই আপ কী আদালতে হাজির হয়েছেন তিনি। তাঁকে দেখা যাচ্ছে রজত কাপুরের শোয়ে। সেখানেই সব পুরোনো মন্তব্যের জেরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এমনকি রণবীর এবং দীপিকাকে কী বলেছিলেন তিনি, সেই নিয়েও খাতা খোলা হয়। কঙ্গনা, সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর, বলিউডের বিরুদ্ধে বিধ্বংসী হয়ে ওঠেন।

বিশেষ করে বলিউডের তারকা সন্তানদের নিয়ে যা নয় তাই মন্তব্য করতে শুরু করেন। রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন এমনকি করণ জোহর তাঁর রোষানলে পড়েন। বিশেষ করে রণবীরকে তিনি এমনও বলেছিলেন, "যে তিনি নাকি সিরিয়াল স্কার্ট চেজার, কিন্তু কেউ তাঁকে ধর্ষক বলার ক্ষমতা রাখে না।"

আরও পড়ুন  -  Amitabh Bachchan: 'অশ্বত্থামা' অমিতাভের বডি ডাবল জনপ্রিয় এই তারকাই, বর্তমানে ৬০০ কোটির ছবিতে দেখা গিয়েছে তাঁকে...

রণবীরকে নিয়ে কী বলছেন কঙ্গনা?

কঙ্গনার এই মন্তব্যই খুঁড়ে বের করেছেন সাংবাদিক। কিন্তু, এই প্রসঙ্গে নিজেকে ডিফেন্ড করতে গিয়েই কঙ্গনা হাসতে হাসতে বলেন, "আপনি তো এমন করে বলছেন যেন রণবীর স্বামী বিবেকানন্দ? ও মনে হয় সাধু পুরুষ?" রণবীর একা নন। কঙ্গনা দীপিকা পাড়ুকোনকে উদ্দেশ্য করে বলেছিলেন, "অভিনেত্রী স্বঘোষিত একজন মানসিক রোগী, কিন্তু কেউ তাঁকে সাইকো বা ডাইনি বলে না।" 

২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর নেপটিজম প্রসঙ্গে সরব হয়েছিলেন তিনি। কিভাবে বলিউড, দিনের পর দিন বাইরে থেকে আসা প্রতিভাদের এড়িয়ে যায়, তাঁদের পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করে না। বরং নেপোকিডদের সুযোগ দেন তারা, এই মন্তব্যই করেছিলেন। যে কারণে, যেমন প্রশংসা কুড়িয়েছিলেন তিনি তেমনই বলিপাড়ার রোষানলে পড়েন।

কিন্তু, কিছুদিন আগেই কঙ্গনা জানিয়েছিলেন, রণবীর নিজেই  নাকি সঞ্জু ছবির জন্য তাঁর কাছে গিয়েছিলেন, এমনকি অনুরোধ করেছিলেন একটি রোল করে নেওয়ার জন্য। আসন্ন ইমারজেন্সি ছবিতে তিনি অভিনয় করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়।

ranbir kapoor bollywood entertainment Kangana Ranaut Entertainment News
Advertisment