Kangana Ranaut: ভারত-পাক সীমান্তে উত্তেজনার মাঝে দেশ ছাড়ছেন কঙ্গনা, আচমকা কী হল অভিনেত্রীর?

Kangana New Journey: জীবনের আরও একটি নতুন অধ্যায়ের শুভসূচনা করতে চলেছেন বলিউডের কুইন। হলিউডে পাড়ি কঙ্গনার। হরর ড্রামার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই গ্ল্যাম ডিভাকে। জানা যাচ্ছে, শীঘ্রই নিউ ইয়র্কে এই ছবির শুটিং শুরু হবে।

Kangana New Journey: জীবনের আরও একটি নতুন অধ্যায়ের শুভসূচনা করতে চলেছেন বলিউডের কুইন। হলিউডে পাড়ি কঙ্গনার। হরর ড্রামার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই গ্ল্যাম ডিভাকে। জানা যাচ্ছে, শীঘ্রই নিউ ইয়র্কে এই ছবির শুটিং শুরু হবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ভারত-পাক সীমান্তে উত্তেজনার মাঝে দেশ ছাড়ছেন কঙ্গনা

কঙ্গনার নতুন জার্নি

Kangana Ranaut Hollywood Debut:দীর্ঘ ২০ বছর বলিউডে একাধিক হিট ছবির নায়িকা হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কঙ্গনা রানাউত। গ্যাংস্টার দিয়ে বলিউডের জার্নি শুরু করেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। লাইফ ইন আ মেট্রো, কুইন, তনু ওয়েডস মনুর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। তিনি একাধারে অভিনেত্রী ও প্রযোজক।

Advertisment

'ইমার্জেন্সি' ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা-প্রযোজনার কাজটিও নিজেই করেছেন। এছাড়াও পাহাড়ের কোলে নিজের একটি রেস্তোরাঁরও মালিক কঙ্গনা রানাউত। রাজনীতির ময়দানেও পা রেখেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি মান্ডী কেন্দ্রের সাংসদ। এবার জীবনের আরও একটি নতুন অধ্যায়ের শুভসূচনা করতে চলেছেন বলিউডের কুইন। হলিউডে পাড়ি কঙ্গনার। হরর ড্রামার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই গ্ল্যাম ডিভাকে। 

কঙ্গনার ডেবিউ হলিউড সিনেমার নাম 'বি দ্য ইভিল'। এই ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন হলিউড স্টার টাইলার পোজ়, সিলভারস্টার স্ট্যালোনের কন্যা স্কারলেট রোজ স্ট্যালোন। জানা যাচ্ছে, শীঘ্রই নিউ ইয়র্কে এই ছবির শুটিং শুরু হবে। সম্প্রতি বিদেশি ছবির উপর ১০০ শতাংশ শুল্ক জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এই ছবির শুটিংয়ের জন্য নিউ ইয়র্ককেই বেছে নিয়েছেন ছবির নির্মাতারা।

Advertisment

ছবির পরিচালনা করছেন অনুরাগ রুদ্র। প্রসঙ্গত, বলি ডিভা প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন ইতিমধ্যেই হলিউডে কাজ করে ফেলেছেন। প্রিয়াঙ্কা তো নিক জোনাসের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর বিদেশই এখন পাকাপাকি ঠিকানা। কঙ্গনাও এবার এই বলি সুন্দরীদের জুতোতেই গলা গলাতে চলেছেন। 

'নিউ মি' এবং 'টেলিং পন্ড' ছবির নির্মাতা হিসেবে পরিচিত রুদ্র। তবে নতুন ছবিতে কোন চরিত্রে কঙ্গনাকে দেখা যাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনার হলিউড জার্নির খবরে খুবই উত্তেজিত অনুরাগীরা। কঙ্গনার শেষ ছবি ইমার্জেন্সি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

হলিউড ছবিতে ভাগ্যের চাকা ঘোরে কিনা এখন তারই অপেক্ষা। 'অপারেশন সিন্দুর প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করেছেন কঙ্গনা। তাঁর কথায়, 'দেশে এখন যুদ্ধকালীন পরিস্থিতি। আমরা সকলেই সন্ত্রস্ত হয়ে রয়েছি। দেশের প্রতিরক্ষাবাহিনী আমাদের রক্ষা করছে। তাই আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওঁরাও যেন সুরক্ষিত থাকে। নিজেদের লক্ষ্যে যেন ওঁরা সফল হয়। আমাদের প্রার্থনা করা উচিত, সব আতঙ্কের থেকে আমাদের দেশ যেন সুরক্ষিত থাকে।'

আরও পড়ুন  'নেতাজির এক-একটি দৃশ্যে শট দেওয়ার সময় চোখে জল চলে আসত', স্মৃতির ঝাঁপি উপুড় করলেন বাসবদত্তা

bollywood movie hollywood Bollywood News Kangna Ranaut bollywood actress