Advertisment
Presenting Partner
Desktop GIF

কোয়ারান্টাইনের পর কণিকা কাপুরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

১৪ দিনের আইসোলেশন কাটলেই গায়িকা কণিকা কাপুরকে জিজ্ঞাসাবাদ করবে লখনউ পুলিশ। প্রসঙ্গত, তাঁর শেষ দু'টি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kanika-kapoor

করোনাভাইরাস মিলেছে কণিকা কাপুরের শরীরে। ফোটো- ইনস্টাগ্রাম

বেবি ডল গায়িকা কণিকা কাপুর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত বাড়িতে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও স্বস্তি নেই তাঁর। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে কণিকাকে। প্রসঙ্গত, তাঁর শেষ দু'টি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

Advertisment

কিন্তু বিড়ম্বনার কী এখানেই শেষ?  না, লখনউ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে। আইসোলেশন মিটলেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে কণিকাকে। তাঁর বিরুদ্ধে ট্রাভেল হিস্ট্রি লুকনো এবং লন্ডন থেকে ফিরে পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯ (মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন অবহেলামূলক কাজ), ২৭০ (মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন বিদ্বেষপ্রসূত কাজ) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন, লকডাউনে হল বন্ধ! অডিও থিয়েটার নিয়ে এল ‘ফোর্থ বেল’

পূর্বে, একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান কণিকা। তিনি লেখেন, ”বিগত চারদিন ধরে আমার জ্বরের লক্ষণ ছিল। পরীক্ষা করানোর পর বোঝা যায় আমি কোভিড-১৯-তে আক্রান্ত। আমার পরিবার এবং আমি পুরোপুরি কোয়ারান্টাইনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে চলেছি।”

যদিও আপাতত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। কণিকার বিরূদ্ধে অভিযোগ ছিল লন্ডন থেকে ফিরে এসে পার্টিতে যোগ দিয়েছেন তিনি। যদিও সেদিন পার্টিতে উপস্থিত কারও শরীরের করোনার লক্ষণ পাওয়া যায়নি। কিন্তু তাতেও সম্পূর্ণ স্বস্তি মিলছে না কণিকার। ১৪ দিনের আইসোলেশনের পরই ভবিষ্যত পদক্ষেপ বোঝা যাবে তাঁর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment