Kantara Chapter 1: চোখে দেখলেন না নিজের সাফল্য, কান্তারা চ্যাপ্টার ১-র এই অভিনেতার অকাল প্রয়াণ কাঁদাচ্ছে ভক্তদের

টেলিভিশন থেকে সিনেমায় রাকেশের যাত্রা ছিল নিষ্ঠা, পরিশ্রম ও আবেগে ভরা। ‘কান্তারা: চ্যাপ্টার 1’–এ তাঁর শেষ অভিনয় শুধু এক চরিত্র নয়, এক স্মৃতি—যা দর্শকদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

টেলিভিশন থেকে সিনেমায় রাকেশের যাত্রা ছিল নিষ্ঠা, পরিশ্রম ও আবেগে ভরা। ‘কান্তারা: চ্যাপ্টার 1’–এ তাঁর শেষ অভিনয় শুধু এক চরিত্র নয়, এক স্মৃতি—যা দর্শকদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kantara-chapter-1-1758646511

কে সেই অভিনেতা...

ঋষভ শেঠির ‘কান্তারা: চ্যাপ্টার 1’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, দর্শকদের প্রতিক্রিয়া অভূতপূর্ব। সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে এবং ভক্তরা একে বছরের অন্যতম সেরা সিনেমা হিসেবে আখ্যা দিচ্ছেন। দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল থেকে শুরু করে আবেগময় অভিনয়—সব কিছুতেই ছবিটি প্রশংসা কুড়িয়েছে। 

Advertisment

পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি যেমন নিজের অসাধারণ কাজের জন্য প্রশংসিত হচ্ছেন, তেমনি একজন অভিনেতা বিশেষভাবে দর্শকদের হৃদয় জয় করেছেন। তীব্র গল্পের মাঝে যিনি উষ্ণতা ও হাসি এনে দিয়েছেন, তিনিই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। তবে, দুঃখের বিষয়- এই প্রতিভাবান শিল্পী ছবি রিলিজের কিছুদিন আগেই পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।

সেই প্রিয় অভিনেতা হলেন রাকেশ পূজারি, যিনি এই বছরের মে মাসে ইহলোক ত্যাগ করেন- ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির কয়েক মাস আগেই। ছবিতে তিনি “পেপ্পে” চরিত্রে অভিনয় করেছেন। এটি এমন একটি হাস্যরসাত্মক চরিত্র, যা গম্ভীর কাহিনির মধ্যে এনে দিয়েছিল হালকা মেজাজ ও প্রাণবন্ততা।

Advertisment

Aryan Khan-wankhede: আরিয়ানের শো ঘিরে নানা বিতর্ক, এবার এনসিবি কর্তার অভিযোগের ভিত্তিতে সমন পাঠাল হাইকোর্ট

রাকেশের স্বাভাবিক কৌতুকবোধ, নিখুঁত সময়জ্ঞান এবং সহজাত অভিনয় দর্শকদের হাসতে বাধ্য করেছিল। তার উপস্থিতি, সিনেমার নাটকীয় মুহূর্তগুলোর মাঝে এনে দিয়েছিল একপ্রকার সতেজ শ্বাস। এখন যখন সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলছে, রাকেশের নামও রয়েছে আলোচনায়। ভক্তরা ভালোবাসা ও শ্রদ্ধায় তাকে স্মরণ করছেন।

মাত্র ৩৪ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার মৃত্যু কন্নড় চলচ্চিত্রজগতের জন্য বড় ধাক্কা ছিল। ১১ মে, ২০২৫ সালে এক বন্ধুর মেহেন্দি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত রাকেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Soha Ali Khan: 'অকাল মৃত্যুই ছিল সবচেয়ে বড় ভয়', বাবাকে হারিয়েছেন আগেই, মায়ের মারণরোগ নিয়ে উদ্বিগ্ন সোহা..

‘কান্তারা’–র আগে রাকেশ পূজারি, জনপ্রিয় কন্নড় কমেডি শো ‘কমেডি খিলাদিগালু’–এর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর স্বতঃস্ফূর্ত রসবোধ ও অসাধারণ পারফরম্যান্স তাকে ঘরের নাম করে তুলেছিল। ২০১৮ সালে রানার-আপ হওয়ার পর ২০২০ সালে তিনি জিতে নিয়েছিলেন চ্যাম্পিয়নশিপের খেতাব।

টেলিভিশন থেকে সিনেমায় রাকেশের যাত্রা ছিল নিষ্ঠা, পরিশ্রম ও আবেগে ভরা। ‘কান্তারা: চ্যাপ্টার 1’–এ তাঁর শেষ অভিনয় শুধু এক চরিত্র নয়, এক স্মৃতি—যা দর্শকদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

Bollywood Actor bollywood Entertainment News Today