Kantara Chapter 1 Collection: মাত্র ৩ দিনে রেকর্ড ব্যবসা, কত কোটির গণ্ডি পেরিয়ে নজিরবিহীন সাফল্য কান্তারা চ্যাপ্টার ১-এর?

Kantara Chapter 1 Day 3 Collection: বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করছে রিষভের 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। মাত্র তিন দিনেই ভারতে ১৬০ কোটির মাইলফলক ছুঁয়ে নয়া নজির গড়ল সে কথা বলাইবাহুল্য।

Kantara Chapter 1 Day 3 Collection: বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করছে রিষভের 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। মাত্র তিন দিনেই ভারতে ১৬০ কোটির মাইলফলক ছুঁয়ে নয়া নজির গড়ল সে কথা বলাইবাহুল্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

তিন দিনেই রেকর্ড ব্যবসা

Kantara Chapter 1 Box Office Collection: দুর্গা দশমী অর্থাৎ ২ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে  রিষভ শেট্টি পরিচালিত বহুপ্রতিক্ষীত মুভি 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালায়ালি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমদিনেই বিশ্বব্যাপী আয়ের বিচারে ছক্কা হাঁকিয়েছে রিষভ শেট্টির নতুন ছবি। প্রথমদিনই 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'-র ঝুলিতে এসেছে ৮৯ কোটি। বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করছে রিষভের 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। মাত্র তিন দিনেই রেকর্ড ব্যবসা। ভারতে ১৬০ কোটির মাইলফলক ছুঁয়ে নয়া নজির গড়ল সে কথা বলাইবাহুল্য। 

Advertisment

উইকএন্ডে অর্থাৎ শনিবার ছবিটি কন্নড় ভাষায় আয় করেছে প্রায় ১৪.৫ কোটি, তেলুগুতে ১১.৭৫ কোটি, হিন্দি ভার্সনে ১৯ কোটি আর তামিল ও মালয়ালি ভার্সনে যথাক্রমে ৫.৭৫ কোটি ও ৪.২৫ কোটি এসেছে কান্তারা চ্যাপ্টার ওয়ানের ঝুলিতে। সার্বিকভাবে ছবিটির আয় শুক্রের তুলনায় ২০.১১% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় দিনে কান্তারা ২ অর্থাৎ কান্তারা: চ্যাপ্টার ১-এ দক্ষিণের সব ভাষাতেই হল প্রায় ভর্তি ছিল।

 কন্নড় ভার্সনে হল দখলের হার পৌঁছেছে ৯৩%-এরও বেশি, তেলুগু ভার্সনে সকালবেলায় ৩৬.৭১% থেকে রাতের শোয়ে তা বেড়ে হয়েছে ৮৭.৭১% শতাংশ। মালয়ালি ভার্সনে ৩৪.৪০% থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৮০.৫০%। অন্যদিকে তামিল ভার্সনে সকালবেলায় হলে দর্শকের উপস্থিতি ৩৭.৪৩% থেকে রাতের শোয়ে সেই হার একলাফে অনেকটা বেড়ে হয়েছে ৯২.৫ শতাংশ। 

Advertisment

আরও পড়ুন সিনেমাহলে গুলিবর্ষণ-অগ্নিসংযোগের মতো ঘটনায় ভারতীয় সিনেমায় কোপ, বন্ধ হল কোন দুটি ছবির প্রদর্শন?

লক্ষ্মীলাভের গ্রাফের নিরিখে প্রাথমিক অনুমান ছবিটি বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে ২১৫ কোটির বেশি অঙ্কের মাইলস্টোন ছুঁয়ে ফেলবে। উল্লেখ্য, ইতিমধ্যেই বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় সিনেমার তালিকায় উঠে এসেছে কান্তারা: চ্যাপ্টার ১। প্রসঙ্গত, কানাডার একটি হলে ভারতীয় ছবি প্রদর্শনের জন্য দুষ্কৃতি হামলা চলে। 

সেই হল কর্তৃপক্ষ এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছিল, 'এটি প্রথমবার নয় যে ভারতীয় ছবি প্রদর্শনের কারণে আমাদের হলে ভাঙচুর চালানো হয়েছে বা হুমকির সম্মুখীন হয়েছি। একই ঘটনার পুনরাবৃতি উদ্বেগজনক হলেও আমাদের কখনোই দমাতে পারবে না। আমরা সবসময় আমাদের কমিউনিটির জন্য নিরাপদ পরিস্থিতি ও অতিথিপরায়ণ পরিবেশে সিনেমা উপভোগের সুযোগ করে দেব।'

আরও পড়ুন বিহারে ভোটের আগে পবনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, ঘরছাড়া করেছেন স্ত্রীকে! আত্মহত্যার হুমকি জ্যোতির

Kantara Chapter 1