Kantara Chapter 1: সিনেমাহলে গুলিবর্ষণ-অগ্নিসংযোগের মতো ঘটনায় ভারতীয় সিনেমায় কোপ, বন্ধ হল কোন দুটি ছবির প্রদর্শন?

Kantara Chapter 1- Canadian Theatre:কানাডার অন্টারিও প্রদেশের এক সিনেমা হলে অগ্নিসংযোগ-গুলি চালানোর ঘটনা ঘটেছে। যার জেরে আপাতত দুটি ভারতীয় ছবি, কান্তারা চ্যাপ্টার ১ এবং দে কল হিম ওজি-র প্রদর্শন বন্ধ করে দিয়েছে।

Kantara Chapter 1- Canadian Theatre:কানাডার অন্টারিও প্রদেশের এক সিনেমা হলে অগ্নিসংযোগ-গুলি চালানোর ঘটনা ঘটেছে। যার জেরে আপাতত দুটি ভারতীয় ছবি, কান্তারা চ্যাপ্টার ১ এবং দে কল হিম ওজি-র প্রদর্শন বন্ধ করে দিয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ছবি প্রদর্শনীতে বাধা

Kantara Chapter 1 News: ২ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে রিষভ শেট্টি পরিচালিত বহুপ্রতিক্ষীত মুভি 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালায়ালি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমদিনেই বিশ্বব্যাপী আয়ের বিচারে 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'-র ঝুলিতে এসেছে ৮৯ কোটি। এর মাঝেই বিদেশে বন্ধ হয়ে গেল সিনেমার প্রদর্শন। কানাডার ওকভিল শহরের একটি সিনেমা হলে আর দেখা যাবে না 'কান্তারা চ্যাপ্টার ওয়ান' বা অন্য কোনও ভারতীয় ছবি। সেই তালিকায় অবশ্য রয়েছে পবন কল্যাণ অভিনীত 'দে কল হিম ওজি'। ওই সিনেমা হলমালিকের দাবি, দক্ষিণী ছবির প্রদর্শনের পরই অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে। যা প্রাণহানির সম্ভবনা রয়েছে। 

Advertisment

কানাডার থিয়েটার প্রতিষ্ঠান ফিল্ম.কা সিনেমাস  (Film.Ca Cinemas) জানায়, গত ২৫ সেপ্টেম্বর দু'জন ব্যক্তি লাল গ্যাস ক্যান ব্যবহার করে সিনেমা হলের প্রবেশদ্বারে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। হলের ভিতরে আগুন ছড়ায়নি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যে দু'জন দুষ্কৃতী একপ্রকার তরল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এরপর ২ অক্টোবর এক ব্যক্তি সিনেমা হলের দরজায় একাধিক গুলি চালিয়ে ভাগলভা। 

Advertisment

আরও পড়ুন উৎসবের আবহে চুপিচুপি আংটি বদল! বিজয়-রশ্মিকার বাগদান ঘিরে চর্চা তুঙ্গে, কবে বিয়ের পিঁড়িতে?

সিনেমা হল কর্তৃপক্ষ এক্স হ্যান্ডেলে লিখেছে, 'এটি প্রথমবার নয় যে ভারতীয় ছবি প্রদর্শনের কারণে আমাদের হলে ভাঙচুর চালানো হয়েছে বা হুমকির সম্মুখীন হয়েছি। একই ঘটনার পুনরাবৃতি উদ্বেগজনক হলেও আমাদের কখনোই দমাতে পারবে না। আমরা সবসময় আমাদের কমিউনিটির জন্য নিরাপদ পরিস্থিতি ও অতিথিপরায়ণ পরিবেশে সিনেমা উপভোগের সুযোগ করে দেব।'

পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দুটি ঘটনাই সিনেমা হলকে উদ্দেশ্য করে ঘটানো হামলা বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। প্রথম ঘটনায় সন্দেহভাজনদের মধ্যে একজন শ্বেতাঙ্গ আর দ্বিতীয় ঘটনায় শ্যামবর্ণ এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। 

ফিল্ম.কা সিনেমাস-এর সিইও জেফ নল এক ভিডিও বার্তায় বলেন, 'কিছুদিন আগেই সিনেমা হলটিকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমরা শুধুমাত্র দক্ষিণী ছবির প্রদর্শন করলেই এমন ঘটনা ঘটছে। আমরা চাই আমাদের কমিউনিটি নিরাপদে থাকুক। আমরা একটিও শো বাতিল করিনি আর আমরা আমাদের দর্শককে সিনেমা দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ।'

আরও পড়ুন অনলাইনে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে আপত্তিকর প্রস্তাব, মুখ্যমন্ত্রীর কাছে কী আর্জি অভিনেতার?

Kantara Chapter 1