Kapil Sharma Video: 'ভোর ৪ টেয় মা-বাবার কাবাডি খেলা দেখে...', রণবীর বিতর্কের মাঝেই ভাইরাল কপিলের ভিডিও

Kapil Sharma Old Video: মা-বাবার সঙ্গম নিয়ে রণবীর এলাহবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। এর মাঝেই ভাইরাল কমেডিয়ান কপিল শর্মার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dsvsdfd

রণবীর বিতর্কের মাঝেই ভাইরাল কপিলের ভিডিও

Kapil Sharma Old Video Viral:'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'- এ 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। এক প্রতিযোগীকে প্রশ্ন করেন, 'তুমি কী তোমার বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও'। মুহূর্তে ভাইরাল হয়ে যায় রণবীরের এই মন্তব্য। তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষও। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। তৈরি হয়েছে আইনি জটিলতাও। বিতর্কের মাঝে ভাইরাল জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার পুরনো একটি ভিডিও। যেখানে তিনিও মা-বাবার প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করেছেন। 

Advertisment

'কমেডি নাইটস উইথ কপিল শর্মা'-য় শর্মাজি ক্রিকেট আর সিনেমা নিয়ে আলোচনা করছিলেন। তখনই মা-বাবার ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কপিল শর্মা। পুরনো ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনায় সরব নেটপাড়া। মজার ছলে বলেছিলেন, যে বাচ্চারা ভোর চারটেয় উঠে ক্রিকেট দেখতে ভালবাসে তাঁরা মা-বাবার কাবাডি খেলা দেখার সুযোগ পায়। কপিলের কথায়, 'ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার কথা ভোর চারটেয়। তাই তারা মা-বাবার কাবাডি খেলা দেখে আবার ঘুমিয়ে পড়ে।' 

কমেডিয়ানের এই মন্তব্যের প্রেক্ষিতে এক নেটিজেন বলছেন, 'কপিল শিক্ষিত ও বুদ্ধিমতী। কাবাডি শব্দটা মা-বাবার ঝগড়াকে বোঝাতে ব্যবহার করতে পারেন।' যদিও এই প্রসঙ্গে কপিল এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। প্রসঙ্গত, রণবীর এলাহবাদিয়ার মন্তব্য ঘিরে নিন্দার ঝড়। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমাও চেয়েছেন ইউটিউবার। কিন্তু, তাতে চিড়ে ভেজেনি। 

Advertisment

হাতছাড়া হয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার্স। ব্যক্তিগত সম্পর্কেও এখন ডামাডোল পরিস্থিতি। IANS-এর রিপোর্ট অনুযায়ী, এই শোয়ের অতিথি রাখি সাওয়ন্ত, সিদ্ধান্ত চতুর্বেদী, রাফতার, নেট প্রভাবী সময় রায়না, অপূর্ব মাখিজা, উরফি জাভেদকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল। 'NCW' বা 'ন্যাশনাল কমিশন ফর ওম্যান'-এর তরফেও ইউটিউবার রণবীর, সময় রায়না, অপূর্ব মুখিজা, জ্যাসপ্রীত সিং ও আশীষ চঞ্চলানি সহ প্রযোজক তুষার পুজারি ও সুব্রত বোডরারকে সমন পাঠিয়েছে। 

আরও পড়ুন: 'বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও নাকি...', অশ্লীল মন্তব্যের জেরে কাজ হারিয়ে কান্না রণবীরের! দেখুন ভিডিও

reality show Kapil Mishra The Kapil Sharma Show viral youtuber Ranveer Allahbadia