Advertisment

Ranbir-Alia Christmas : ক্রিসমাস ট্রি-তে রণবীর-আলিয়া-রাহার নাম, ডিসেম্বরের শুরুতেই কাপুর পরিবারে উৎসবের আমেজ

Ranbir-Alia Christmas Decoration : রণবীর কাপুর ও আলিয়া ভাটের বাড়িতে এখন উৎসবের আমেজ। কাস্টোমাইজড ক্রিসমাস ট্রি-তে লেখা রণবীর-আলিয়া-রাহার নাম। ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ক্রিসমাস ট্রি-তে রণবীর-আলিয়া-রাহার নাম

ক্রিসমাস ট্রি-তে রণবীর-আলিয়া-রাহার নাম

Ranbir-Alia-Raha Christmas: ডিসেম্বর মানেই যেন উৎসবের মরশুম। হাই প্রোফাইল তারকা পরিবার কাপুর ফ্যামিলিতে তো ডিসেম্বরের প্রথমদিনেই উৎসবের আমেজ। আলিয়া ভাট তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন সেই বিশেষ মুহূর্তের একটা ছোট্ট ভিডিও। ক্রিসমাসের বাকি এখনও ২৪ দিন। তার আগেই সেজে উঠেছে রণবীর-আলিয়ার সুখী গৃহকোণ। কাস্টোমাইজড ক্রিসমাস ট্রি-র ভিডিও দিয়েছেন রণবীর ঘরণী। যখানে লেখা তিনজনের নাম অর্থাৎ রণবীর-আলিয়া-রাহা।

Advertisment

কাপুর পরিবারে যে 'ফেস্টিভ সিজন' শুরু হয়ে গিয়েছে সে কথা তো বলার অবকাশই রাখছে না। আকর্ষণীয় সরঞ্জাম দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি-র পোস্ট করা ভিডিও-র ক্যাপশনে লেখা, 'অ্যান্ড লিট আপ।' ২০২৪-এর ২৫ ডিসেম্বর রণবীর-আলিয়ার মেয়ে রাহা কাপুরের তৃতীয় ক্রিসমাস।

Advertisment

গত বছর এই দিনেই কাপুর পরিবারের ক্রিসমাস লাঞ্চ পার্টিতে যাওয়ার সময়ই মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন রণলিয়া। ২০২২-এর এপ্রিলে মিস টু মিসেস হন আলিয়া ভাট। পরিবার ও কাছের বন্ধুবান্ধবদের নিয়ে সাত পাক ঘুরেছিলেন রণবীর-আলিয়া। সেই বছরের নভেম্বরেই কাপুর পরিবারে আসে খুদে সদস্য। একরত্তি রাহাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তারকা দম্পতি।

সেই বছর ক্রিসমাসে রাহার বয়স এক মাসেরও কম। ২০২৩-এ প্রথমবার ক্যামেরার সামনে আসেন লিটল প্রিন্সেস। প্রসঙ্গত, শনিবার মুম্বইয়ে ছিল ILS-এর ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি ও মুম্বই সিটি এফসি। সেই খেলা দেখতেই ছোট্ট রাহাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন রণবীর-আলিয়া।

বাবা-মায়ের সঙ্গে কাটানো রাহার সেই সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রণলিয়ার একমাত্র মেয়ে রাহার জার্সি নম্বর ৬ যা লিটল প্রিন্সেসের জন্ম তারিখ। কখনও টলমল পায়ে মায়ের হাত ধরে হাঁটছে তো কখনও আবার আলিয়ার কোলে। ক্রিসমাসে ছোট্ট রাহা কী ভাবে সাজে তা দেখার অপেক্ষায় খুদের ভক্তরা।  

আরও পড়ুন : নাচে-গানে জমজমাট উইকএন্ড, দিলজিৎ-এর কলকাতা কনসার্টে যশ-নুরসত

 

bollywood movie Ranbir-Alia bollywood actress Bollywood Couple Bollywood Actor ranbir kapoor Bollywood News Ranbir Kapoor-Alia Bhatt wedding
Advertisment