যশ-রুহির জন্মদিনে মিষ্টি বার্তা দিলেন করণ জোহর। পরিচালক নিজের আনন্দের কথা জানিয়ে বলেন, তাঁর মা হিরু জোহর না থাকলে তিনি যশ-রুহিকে বড় করতে পারতেন না। বার্তার সঙ্গে পরিবারের একটি ছবিও পোস্ট করেন করণ।
তিনি লেখেন, ”সামাজিকভাবে আমি সিঙ্গল পেরেন্ট…কিন্তু বাস্তবে তা নই…অনুভূতিরদিক থেকে সুন্দরভেবে আমরা যশ-রুহির বাবা-মা…মায়ের সমর্থন ছাড়া এত বড় সিদ্ধান্ত নিতে পারতাম না…আজকে ওরা তিন বছরে পা রাখল সত্যিই এটা আনন্দের।”
আরও পড়ুন, অভিযাত্রিক টিজার: কাজলকে নিয়ে অনেক দূরের যাত্রায় অপু
করণ জোহর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বলিউডের শুভেচ্ছার বন্যা তাঁর কমেন্ট থ্রেডে। কাজল, সোনালি বেন্দ্রে, রণবীর সিং, সীমা খান, নেহা ধুপিয়া, অভিষেক বচ্চন -প্রত্যেকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন করণ জোহরের ছেলে-মেয়েকে। করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনও শুভেচ্ছা জানায় ইনস্টাগ্রাম পোস্ট করে। আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্রা, বরুণ ধাওয়ান প্রত্যেকে সেখানে শুভেচ্ছা জানান।

View this post on Instagram
বুধবার, সন্তানদের জন্মদিনের গ্র্যান্ড পার্টি রেখেছিলেন করণ জোহর। তৈমুর আলি খান, আব্রাম, ইয়ানা খেমু, মিশা এবং জৈন কাপুর, রভি কাপুর-সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে। ২০১৭ সালে সারোগেসির সাহায্যে একটি পুত্র ও কন্যা সন্তানের বাবা হন করণ।