Advertisment
Presenting Partner
Desktop GIF

যশ-রুহির তিন বছরের জন্মদিন, কী বললেন করণ জোহর?

করণ জোহরের যমজ সন্তান যশ-রুহির শুক্রবার তিব বছর পূর্ণ হল। এদিন পরিবারের ফোটো শেয়ার করে শুভেচ্ছা বার্তায় দিলেন করণ।

author-image
IE Bangla Web Desk
New Update
karan-johar

করণ জোহরের সঙ্গে যশ ও রুহি। ফোটো- করণের ইনস্টাগ্রাম

যশ-রুহির জন্মদিনে মিষ্টি বার্তা দিলেন করণ জোহর। পরিচালক নিজের আনন্দের কথা জানিয়ে বলেন, তাঁর মা হিরু জোহর না থাকলে তিনি যশ-রুহিকে বড় করতে পারতেন না। বার্তার সঙ্গে পরিবারের একটি ছবিও পোস্ট করেন করণ।

Advertisment

তিনি লেখেন, ''সামাজিকভাবে আমি সিঙ্গল পেরেন্ট...কিন্তু বাস্তবে তা নই...অনুভূতিরদিক থেকে সুন্দরভেবে আমরা যশ-রুহির বাবা-মা...মায়ের সমর্থন ছাড়া এত বড় সিদ্ধান্ত নিতে পারতাম না...আজকে ওরা তিন বছরে পা রাখল সত্যিই এটা আনন্দের।''

আরও পড়ুন, অভিযাত্রিক টিজার: কাজলকে নিয়ে অনেক দূরের যাত্রায় অপু

করণ জোহর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বলিউডের শুভেচ্ছার বন্যা তাঁর কমেন্ট থ্রেডে। কাজল, সোনালি বেন্দ্রে, রণবীর সিং, সীমা খান, নেহা ধুপিয়া, অভিষেক বচ্চন -প্রত্যেকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন করণ জোহরের ছেলে-মেয়েকে। করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনও শুভেচ্ছা জানায় ইনস্টাগ্রাম পোস্ট করে। আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্রা, বরুণ ধাওয়ান প্রত্যেকে সেখানে শুভেচ্ছা জানান।

Capture রণবীর সিং, অভিষেক বচ্চন -প্রত্যেকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন যশ-রুহিকে।

View this post on Instagram

A single wish, with double the fun to triple the happiness!❤ Happy birthday #RoohiAndYash! @karanjohar

A post shared by Dharma Productions (@dharmamovies) on

বুধবার, সন্তানদের জন্মদিনের গ্র্যান্ড পার্টি রেখেছিলেন করণ জোহর। তৈমুর আলি খান, আব্রাম, ইয়ানা খেমু, মিশা এবং জৈন কাপুর, রভি কাপুর-সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে। ২০১৭ সালে সারোগেসির সাহায্যে একটি পুত্র ও কন্যা সন্তানের বাবা হন করণ।

karan johar bollywood
Advertisment