Director health update: অসুস্থ করণ জোহর! শরীরে দানা বেঁধেছে রোগ? জনপ্রিয় পরিচালক যা দাবি করলেন..

Karan Johar Faced Health Issues: সম্প্রতি, করণ জোহরের একটি ছবি রেডিটে পোস্ট করা হয়েছে, এরপর তার স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত। কেউ রসিকতা করে বলছেন, "তাঁকে দেখতে সিম্পসনের মিস্টার বার্নসের মতো লাগছে।”

Karan Johar Faced Health Issues: সম্প্রতি, করণ জোহরের একটি ছবি রেডিটে পোস্ট করা হয়েছে, এরপর তার স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত। কেউ রসিকতা করে বলছেন, "তাঁকে দেখতে সিম্পসনের মিস্টার বার্নসের মতো লাগছে।”

author-image
IE Bangla Entertainment Desk
New Update
karan johar weight loss here is the truth

সত্যিই অসুস্থ করণ? Photograph: (Instagram)

 সিনে নির্মাতা করণ জোহর সম্প্রতি তার ওজন কমানোর জন্য চূড়ান্ত সমালোচনার মুখে। এমনকি, অনেকেই অভিযোগ করছেন, ওষুধ ওজেম্পিকের সম্ভাব্য ব্যবহারের কারণেই নাকি তাঁর শরীরের এহেন নাটকীয় রূপান্তর ঘটেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি তার ভক্তদের মধ্যে পরিচালকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে, আজ একটি অনুষ্ঠানে করণ স্পষ্ট করে বলেছেন যে তিনি কখনও সুস্থ বোধ করেননি।

Advertisment

তার প্রযোজিত ছবি ধড়ক ২-এর ট্রেলার লঞ্চে করণ বলেন, “গতকাল ইন্টারনেটে পড়ছিলাম, লোকজন তো আমায় প্রায় মেরেই ফেলেছিল। তাঁরা বলেছিল যে কী হয়ে গেল এর? শরীরে কোন রোগ বাসা বেঁধেছে তাঁর কে জানে। আমি সবাইকে বলতে চাই যে আমার স্বাস্থ্য একেবারে ঠিক আছে। আমি খুব খুশি। আসলে, আমি কখনও হালকা কিছু বোধ করিনি।” তিনি আরও বলেন, "ওজন কমানোর পেছনে একটাই কারণ – আমার জীবনকে সুস্থ রাখার জন্য আমি অনেক স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করেছি। আমি বেঁচে আছি, আর আশা করছি বেঁচে থাকব। আমি এইসব নেটিজেনদের উদ্দেশে বলতে চাই যারা এই ধরণের দাবি করে আসছে। আমি সামনে এখনও অনেক বছর বাঁচতে চাই। আমার সন্তানদের জন্য বাঁচতে চাই। এখানে যারা উপস্থিত আছেন, তাঁরা সকলেই আমার সন্তান। আমার জীবনে অনেক গল্প বাকি আছে, আমি চাই সেগুলো দর্শকদের কাছে পৌঁছে যাক।"

Mithu Chakraborty: 'তোমায় আমি মেয়ের মত ভালবাসতে পারব না', ৩০ বছর যেভাবে শাশুড়িকে নিয়ে সংসার করলেন মিঠু...

Advertisment

সম্প্রতি, করণ জোহরের একটি ছবি রেডিটে পোস্ট করা হয়েছে, এরপর তার স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত। কেউ রসিকতা করে বলছেন, "তাঁকে দেখতে সিম্পসনের মিস্টার বার্নসের মতো লাগছে। আবার কেউ পরিষ্কার ফ্যাক্ট জানিয়ে বলছেন, "তিনি ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে তিনি কঠোর ডায়েট, খেলাধুলা/ওয়ার্কআউটের মধ্যে আছেন...মনে হয় না কোনও বড় অসুস্থতায় ভুগছেন।"

প্রসঙ্গে, শেষ কিছু বছর ধরে করণ জোহর আলোচনায় আছেন। এক তো তাঁর শার্প জ লাইন নিয়ে নানা আলোচনা, অন্যদিকে তিনি নেপটিজম নিয়ে যা যা শুনেছেন, তাঁর পরেও কিন্তু করণ থেমে যাননি। বরং, একের পর এক স্টার কিডকে লঞ্চ করে চলেছেন তিনি।

karan johar entertainment Entertainment News