/indian-express-bangla/media/media_files/2025/10/03/cats-2025-10-03-10-44-22.jpg)
করণের জবাব
Karan Kundrra Deleted Post: হিন্দি মেগা-রিয়্যালিটি শোয়ের অন্যতম পরিচিত মুখ করণ কুন্দ্রা। কর্মজীবনের পাশাপাশি লাইমলাইটে থাকে ব্যক্তিগতজীবন। টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে করণের লাভিডাভি মুহূর্ত প্রায়ই হয়ে ওঠে পেজ ৩-এর হট কেক। ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবেও ভক্তমহলে পরিচিত তেজ-করণ জুটি। সম্প্রতি করণ কুন্দ্রার প্রাক্তন অনুষা দান্দেকার একটি পডকাস্টে বিস্ফোরক অভিযোগ করেন। সম্পর্কে থেকেও ডেটিং অ্যাপে অন্য মেয়েদের সঙ্গে কথা বলা-ঘনিষ্ঠ হতেন অভিনেতা। ইনস্টা স্টোরিতে এই মন্তব্যের পালটা জবাব দিয়েও তা সরিয়ে ফেলেন করণ।
অনুষা দান্দেকার এবং করণ কুন্দ্রা তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। ২০২০ সালে আলাদা হয়ে যায় দুজনের পথ। এই ঘটনায় একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল জুটির ভক্তরা। সম্পর্ক ভাঙার কয়েরদিন পর ইনস্টাগ্রামে "আস্ক মি এনিথিং" সেশনে অনুষা ইঙ্গিত দেন কী কারণে প্রেমে বিচ্ছেদ। তিনি লিখেছিলেন, 'আমরা আরও বেশি সততা, ভালোবাসা আর সুখলাভের অধিকারী। আর সেটি পাওয়া সম্ভব একমাত্র নিজেকে ভালবেসে। তাই আমি নিজেই নিজেকে সবচেয়ে বেশি ভালবাসছি। ব্যাস, এইটুকু।'
সম্পর্ক ভাঙার কয়েক বছর পর অনুষা ইঙ্গিত দেন তিনি করণের থেকে প্রতারিত হয়েছিলেন। তাঁর ইউটিউব চ্যানেল Unverified – The Podcast-এ তিনি বলেন, 'একটি ডেটিং অ্যাপের জন্য ক্যাম্পেইন করার সময় অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়েছিল। যখন এই ক্যাম্পেইনটা করেছিলাম তখন আমি আমার প্রাক্তনকে ডিলটা পাইয়ে দিই। ওটা ছিল ওঁর জীবনে সবচেয়ে বেশি টাকার ডিল। কিন্তু আমরা যখন একসঙ্গে ওই ক্যাম্পেইনের প্রতিনিধিত্ব করছিলাম তখন সে একই অ্যাপ ব্যবহার করে অন্য মেয়েদের সঙ্গে কথা বলত আর দেখা করত। পরে জানতে পারলাম সে অনেকের সঙ্গেই ঘনিষ্ঠ হয়েছিল।'
যদিও অনুষা কারও নাম উল্লেখ করেননি। কিন্তু, দুইয়ে দুইয়ে চার করতে কারও অসুবিধা হয়নি। সকলে বুঝেই গিয়েছেন তিনি করণকেই কাঠগোড়ায় দাড় করিয়েছেন। প্রাক্তনের এই মন্তব্যে অবশেষে নীরবতা ভেঙেছেন করণও। যদিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট সরিয়ে ফেলেন অভিনেতা। বিরক্তি প্রকাশ করে করণ লিখেছিলেন, 'মাত্র তিন ঘণ্টায় ৮৭টা আর্টিকেল আর কিসের জন্য? একটা পডকাস্ট বিক্রি করার জন্য? আমাদের দেশের তরুণ-তরুণীদের এই অনুপ্রেরণা দেওয়া হচ্ছে? আজকাল, এই কঠোর এলিট মহিলারা যা খুশি বলতে পারেন আর তাঁদের মন্তব্যে হাততালি দেওয়া হয়। আমার মতো পুরুষদের কোথাও যাওয়ার জায়গা নেই!'
আরও পড়ুন বিয়ের ছবি আর কোনওদিন দেখা যাবে না! 'আদিত্যের জন্যই...', তারকা স্বামীর কোন সত্যি ফাঁস করলেন রানি?
তিনি আরও যোগ করেন 'আমরা কঠোর পরিশ্রম করি, পরিবার থেকে দূরে থাকি, কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায় না। তোমার প্রাণবন্ত ব্যক্তিত্ব ধীরে ধীরে ম্লান হয়ে যায় আর শেষে তুমি একটা ‘জাস্টিস ফর...’ হ্যাশট্যাগে পরিণত হও। ভোর ৪টের সময় যখন বিছানায় একা শুয়ে থাকি আমি ভাবি কেন এই ‘smash the patriarchy (স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি) মহিলারা যাঁরা ক্ষমতা আর পরিচিতির নেশায় কী ভাবে মানসিক নির্যাতন করেও পার পেয়ে যায়। তারা তিলে তিলে অন্যকে শেষ দেয়। এখন আমি বুঝি কেন সফল পুরুষও এই দেশে আত্মহত্যা করে। কারণ এই ধরনের মহিলাদের হাত থেকে নিস্তার নেই।'