/indian-express-bangla/media/media_files/2024/11/28/DL88AMYEMZVW97XX2CEK.jpg)
আইনের দ্বারস্থ বচ্চন দম্পতি
Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan: AI-এর জমানায় কী না সম্ভব! ডিপফেক ভিডিও নিয়ে বিড়ম্বরার শিকার বহু সেলিব্রিটি। সেই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। এই ঘটনার জেরে এবার আইনের দ্বারস্থ তারকা দম্পতি। এআই দ্বারা নির্মিত ডিপফেক ভিডিও নিয়ে ইউটিউব ও গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন মিস্টার অ্যান্ড মিসেস বচ্চন। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।
আরও পড়ুন ভুয়ো ওয়েবসাইটে বিকৃত ছবি-কণ্ঠস্বরের অপপ্রচার, আদালতের দ্বারস্থ ঐশ্বর্য
রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, বচ্চন দম্পতি গুগল এবং অন্যদের থেকে ৪,৫০,০০০ মার্কিন ডলার (প্রায় ৪ কোটি) ক্ষতিপূরণ দাবি করেছেন। একইসঙ্গে এই ধরনের অপব্যবহার রোধে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করেছেন। অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই ইউটিউবের বিরুদ্ধে দায়ের করা মামলার অন্তর্ভুক্ত রয়েছে কয়েক শো লিংক ও স্ক্রিনশট। ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের অভিযোগ, ইউটিউবে অত্যন্ত ভয়ঙ্কর, যৌন সুরসুরি ও ভুয়ো এআই কনটেন্ট প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন হিরেখচিত পোশাকে গ্ল্যামারাস রাই সুন্দরী, প্যারিস ফ্যাশন উইকে র্যাম্প মাতালেন ঐশ্বর্য, দেখুন ভিডিও
আরও অভিযোগ করেন, ইউটিউবের কনটেন্ট তৈরির নিয়ম ও তৃতীয় পক্ষের ‘ট্রেনিং পলিসি’ খুবই উদ্বেগজনক। বচ্চন দম্পতি আরও অভিযোগ করেন, ইউটিউব ব্যবহারকারীদের তৈরি ভিডিও এআই মডেল প্রশিক্ষণে শেয়ার করার অনুমতি দেয় যা বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার প্রবণতা বৃদ্ধি করে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, অভিষেক ও ঐশ্বর্য ৬ সেপ্টেম্বর মামলা করেন, কিন্তু প্রকাশ্যে আনা হয়নি। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৫ জানুয়ারি। তার আগে এই বিষয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট গুগ্লের আইনজীবীকে।
আরও পড়ুন 'তেরে নাম-এর টাইটেল ট্র্যাক শুনে কাঁদতেন আর...', ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণায় কী করতেন সলমন?
প্রসঙ্গত, হিরেখচিত পোশাকে প্যারিস ফ্যাশন উইকে র্যাম্প মাতিয়েছেন গ্ল্যামারাস রাই সুন্দরী। মণীশ মলহোত্রার হীরেখচিত কালো রঙের পোশাকে আরও একবার লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে মণি রত্নমের ২০২৩ সালের তামিল ঐতিহাসিক মহাকাব্য পোন্নিয়িন সেলভান ২-এ।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও বচ্চন বধূর অনুমতি ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহূত হচ্ছে তাঁর ছবি। 'পাবলিক ফিগার'-এর সুযোগ নিয়ে ঐশ্বর্যর ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। কোনওভাবেই যেন তাঁর ব্যক্তিগত ছবি পণ্য ব্যবহারের স্বার্থে কোনও ওয়েবসাইটে অপপ্রচার না করা হয় সেই আবেদনই করেছেন ঐশ্বর্য রাই বচ্চন।