Advertisment

'আমার কোলেই তো সুহানা-অগস্ত্য…', স্টারকিডদের বলিউড ডেবিউর আগেই আবেগপ্রবণ 'পাপা জো' করণ

বলিউডে নবজোয়ার, করণ বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
karan johar, shah rukh khan, the archies, netflix, netflix and chill, the archies on netflix, shah rukh khan daughter suhana khan, karan johar update, karan johar archies, karan johar news, karan johar controversies, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, indian express entertainment news, ie entertainment news, today news update, celeb world, bollywood celeb news

The archies- কে শুভেচ্ছা করণের

একসময় কোলে নিয়ে নিজের হাতে বড় করেছেন তাদের, আর এখন তারাই ইন্ডাস্ট্রি রুল করার জন্য নামছেন। নেটফ্লিক্সে আসতে চলেছে আর্চিস, সেই ছবি রিলিজের আগেই শাহরুখ এবং শ্বেতার ছেলেমেয়েদের নিয়ে আবেগঘন পাপা জো করণ।

Advertisment

সুহানা খান, অগ্যস্ত নন্দা এবং খুশি কাপুর, একসঙ্গে তিনজন স্টার কিড ডেবিউ করতে চলেছেন নেটফ্লিক্সের এই ছবির মাধ্যমে। তাদের বাবা মায়েরা তো বটেই তবে করণ বিরাট আবেগপ্রবণ। তাঁদের জন্মাতে দেখেছেন। নিজে হাতে বড় করেছেন। তাদের নতুন চলার পথে শুভেচ্ছা জানাবেন না এও হয়! সকলের উদ্দেশ্যে করণ বললেন, দারুণ লাগছে। অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন < ‘ঢং! আর কত ব্যবহার করবে…’, সুশান্তের মৃত্যুর তিনবছর, ফের আক্রমণের মুখে রিয়া চক্রবর্তী >

আর শাহরুখ এবং শ্বেতার সন্তানদের জন্য আলাদা করে মনের কথা শেয়ার করলেন তিনি। বাচ্চাদের সামনের দিন যাতে সুখকর হয় সেই প্রার্থনা করলেন। সকলেই তাঁর বেশ আদরের। লিখলেন, "এগিয়ে চল বাচ্চারা। তোমাদের সকলকে দারুণ লাগছে। ভাবতে পারছি না এত তাড়াতাড়ি বড় হয়ে গেলে তোমরা। অ্যাগি আর সুহানাকে আমি কোলে করে বড় করেছি। আমার কত কিছু যে মনে পড়ছে। তোমাদের আগামী ভাল হোক। এই ছবি পপ কালচারের অন্যমাত্রা দিতে চলেছে।"

আরও পড়ুন < ‘টাকা চাই তো কাজে যাও’, মেয়েদের চাপে ফের অভিনয়ে ডিম্পল কাপাডিয়া >

এখন প্রমোশনে ব্যস্ত গোটা আর্চিস টিম। সদ্যই ব্রাজিলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন তাঁরা। সেই সংক্রান্ত আপডেটও তাঁরা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সুহানার গর্বিত বাবা শাহরুখ নিজেও মেয়ের সাফল্যে উত্তেজিত। বাবার দেখানো পথেই হাঁটছেন মেয়ে।

বলিউডের নব পর্যায় কি তবে শুরু হয়ে গেল? আরিয়ান প্ল্যানিং করছেন নিজের প্রথম সিরিজের। অন্যদিকে অক্ষয় পুত্র ব্যস্ত সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ শিখতে।  স্টার কিডদের কে কে এই নতুন পর্যায়ে টিকে থাকেন সেটাই দেখার।

bollywood karan johar Entertainment News
Advertisment