Advertisment

Kareena Statement: 'হামলাকারী সইফকে এলোপাথাড়ি ছুরি মারছিল', পতৌদি প্যালেসের হাড়হিম করা ঘটনার সাক্ষী 'নবাব বেগম' করিনা

Kareena On Saif Attack: সইফ আলি খানকে হামলার ঘটনার সাক্ষী ছিলেন করিনা। বুধবার সেই অভিশপ্ত রাতে কী ঘটেছিল পতৌদি নবাবের সঙ্গে। হাড়হিম করা ঘটনার বিবরণ দিলেন সইফ পত্নী।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Saif Ali Khan  সামনে এলো সেইফের উপর হামলার রাতের ঘটনা ll ieBangla

পতৌদি প্যালেসের হাড়হিম করা ঘটনার সাক্ষী 'নবাব বেগম' করিনা

Kareena Statement Record: ১৬ জানুয়ারি মধ্যরাতে নিজের বাড়িতে হামলার শিকার সইফ আলি খান। দুষ্কৃতীর ছুরির এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন ছোটে নবাব। ছ'বার কোপের পিঠে গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরির অংশ। মারাত্মক পরিস্থিতিতে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের পর এখন ভাল আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisment

সইফের এই অবস্থার পর সোশ্যাল মিডিয়ায় করিনা আর্জি করেছিলেন, তাঁদের পরিবারকে যেন এই কঠিন সময় একটু একা ছেড়ে দেওয়া হয়। শনিবার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, পুলিশ বেবোর বয়ান রেকর্ড করেছে। তখনই সইফ পত্নী জানিয়েছেন, 'আক্রমণকারী মারাত্মক হিংস্র। তবে সেখানে পরে থাকা কোনও গয়না চুরি করতে পারেনি।'  

বুধবার মধ্যরাতে সইফের উপর হামলার পর বৃহস্পতিবার সকালেও পুলিশ করিনার বয়ান রেকর্ড করেছিল। সইফের কোনও বয়ান এখনও পর্যন্ত রেকর্ড করেনি পুলিশ। নবাবের উপর হামলার সময় কোথায় ছিলেন বা কী হয়েছিল হাড়হিম করা সেই ঘটনার বিবরণ দিয়েছেন বেবো।

বান্দ্রা পুলিশের কাছে করিনার রেকর্ড করা বয়ান অনুযায়ী, 'রাত একটা নাগাদ আমি বাড়ি ফিরেছিলাম। করিশ্মা আর রেহার সঙ্গে বাইরে ছিলাম। রেহার গাড়িচালকই আমাকে বাড়ি ছেড়ে দিয়ে যান। বাড়ি এসে যখন ঘুমাচ্ছিলাম তখনই চিৎকার শুনে আমি ১২ তলায় আসি। এসে দেখি সইফ ছেলে আর ন্যানিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। তখনই হামলাকারী এলোপাথাড়ি ছুরি মারে।' 

Advertisment

করিনার সংযোজন, 'সইফ ওই পরিস্থিতিতে মহিলাদের আর বাচ্চাদের ১৩ তলায় পাঠিয়ে দেন। জেহ-কে হামলাকারী ছুতে পারেনি। ইব্রাহিম ওই বিল্ডিংয়ের আট তলায় ছিলেন। এই পুরো ঘটনায় আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আর তৈমুর-জেহ তো এখনও ভয়ে কাঁপছে। আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে করিশ্মা এসে আমাকে ওঁর বাড়ি নিয়ে যায়। তাই সইফের সঙ্গে হাসপাতালে যেতে পারিনি।'   

প্রসঙ্গত অভিনেতার মেডিক্যাল ইন্সিওরেন্সের বিল ফাঁস হয়ে গেল অনলাইনে। চিকিৎসার জন্য মোট খরচ হয়েছে ৩৫.৯৫ লাখ টাকা। সইফের রয়েছে নিভা বুপা হেলথ ইন্সিওরেন্সের পলিসি। এই সংস্থাই সইফ আলি খানের চিকিৎসার খরচ মিটিয়েছে। ইতিমধ্যেই মোট খরচের ২৫ লাখ হাসপাতালে পেমেন্ট করা হয়ে গিয়েছে বলেই খবর।

আরও পড়ুন:

bollywood movie saif ali khan Bollywood News Kareena Kapoor Khan bollywood actress Bollywood Actor Bollywood Couple Bollywood Celeb Home saif ali khan injury saif ali khan Health Updates
Advertisment