Karishma kapoor Ex Husband Last Pic: পোলো ম্যাচের মাঝেই অকাল প্রয়াণ, মৃত্যুর আগে কার সঙ্গে শেষ ছবি করিশ্মার প্রাক্তন স্বামীর?

Karishma kapoor ex husband: করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর শেষ কথা, দু-তিন আগে করা সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল। এবার দেখুন তাঁর শেষ ছবি।

Karishma kapoor ex husband: করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর শেষ কথা, দু-তিন আগে করা সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল। এবার দেখুন তাঁর শেষ ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
মৃত্যুর ঠিক আগের মুহূর্তটা কেমন ছিল করিশ্মার প্রাক্তন স্বামীর?

মৃত্যুর ঠিক আগের মুহূর্তটা কেমন ছিল করিশ্মার প্রাক্তন স্বামীর?

Karishma kapoor ex husband Last Photo: সঞ্জয় কাপুর, বিনোদন জগতের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন এই 'বিজনেজ টাইকুন'। বৃহস্পতিবার লন্ডনে পোলো খেলার সময় মুখের মধ্যে মৌমাছি গিলে হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকের কাছে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৫৩-তেই বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব ও সন্তান নিয়ে সুখী পরিবারকে কাঁদিয়ে চলে গেলেন সঞ্জয় কাপুর। প্রাক্তন স্বামীর মৃত্যুতে শোকাহত কাপুর কন্যা করিশ্মা। তাঁকে সামলাতে ছুটে গিয়েছিলেন সইফ-করিনাও। সমবেদনা জানাতে এসেছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরাও। সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর দু-তিন আগে করা পোস্ট, ম্যাচের মাঝে শেষ কী কথা বলেছিলেন। এবার প্রকাশ্যে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কার সঙ্গে ছবি তুলেছিলেন করিশ্মার প্রাক্তন স্বামী? 

Advertisment

পোলো টিমের ক্যাপ্টেনের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন সঞ্জয়। তাঁর মৃত্যুর পর Sujan India Tigers টিমের তরফে সেই ছবি পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। টিমের প্রধান জয়সল সিংয়ের সঙ্গে ছবি পোস্ট করে শোকবার্তায় লেখা, 'আজ আমরা আমাদের বন্ধু সঞ্জয়ের স্মৃতিতে ফাইনাল  কার্টিয়ার ট্রফি খেলব। যিনি এই খেলার ময়দান থেকেই না ফেরার দেশে চলে গিয়েছেন। সঞ্জয়ের উদ্দেশ্যে আমাদের টিমের ক্যাপ্টেন এক মিনিট নীরবতা পালন করেছেন। এই ছবিটা সঞ্জয়ের মৃত্যুর কয়েকদিন আগে সেমি ফাইনাল খেলার ছবি।' ওই পোস্টে আরও লেখা, 'সঞ্জয়ের আত্মার শান্তি কামনা করছি। খেলার প্রতি তোমার একাগ্রতা চিরদিন আমরা মনে রাখব।'

আরও পড়ুন 'আমি কিছু একটা...', মৃত্যুর ঠিক আগে কী বলেছিলেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী?

Advertisment

প্রসঙ্গত, সঞ্জয়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল। যা দেখে নেটনাগরিকের একাংশের অনুমান, তিনি নাকি আগেই মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন। মৃত্যুর তিনদিন আগে কী লিখেছিলেন সঞ্জয় কাপুর? তিনি লেখেন, , 'এই পৃথিবীতে আমাদের সময় সীমিত। কী হলে কী হতে পারত, এই সব 'যদি'-র বিষয় দার্শনিকদের ভাবতে দিন। তার পরিবর্তে নিজে ভাবতে শুরু করুন, যা হবার তা আপনি কেন করবেন না!' এই পোস্ট ঘিরেই নেটনাগরিকের মনের মধ্যে প্রশ্নের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা সুহেল শেঠ। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, 'ইংল্যান্ডে সঞ্জয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনা অত্যন্ত মর্মাহত। ওঁর পরিবারের জন্য এটা মারাত্মক ক্ষতি ও কঠিন একটা সময়। সঞ্জয়ের পরিবার ও সহকর্মী সকলের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।' দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুয়ায়ী, করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর শেষ কথা, 'আমি মনে হয় কিছু একটা গিলে ফেলেছি।'

আরও পড়ুন 'এই পৃথিবীতে...', মৃত্যুর ইঙ্গিত আগেই দিয়েছিলেন? করিশ্মার প্রাক্তন স্বামীর পোস্ট ঘিরে জোর জল্পনা

Bollywood News karishma Kapoor death news