/indian-express-bangla/media/media_files/2025/08/24/cats-2025-08-24-17-05-33.jpg)
করিশ্মার কঠিন জার্নি
Bollywood actress Karisma Kapoor: হিন্দি ছবির দুনিয়ায় করিশ্মা কাপুর এক উল্লেখযোগ্য নাম। প্রথমসারির নায়কদের সঙ্গে জুটি বেঁধে পর্দা কাঁপিয়েছেন কাপুর কন্যা। সাবলীল অভিনয় যেমন বারবার দর্শকের দিল জিতে নিত তেমনই করিশ্মার নৃত্যশৈলীও দারুণ প্রশংসিত। এখন অবশ্য লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে বলিউডের কিছু পার্টি বা বন্ধুদের সঙ্গে দেখা মেলে করিশ্মার। মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ। নয়ের দশকে চুটিয়ে কাজ করেছেন করিশ্মা। সেই সময় শুটিং সেটের পরিস্থিতি কেমন ছিল? পুরনো দিনের স্মৃতিচারণা করেছেন লোলো।
আজকের দিনে বলিউড তারকারা একাধিক ভ্যানিটি ভ্যান, আলাদা রাঁধুনি সহ আরও অনেক সুবিধা পান। কিন্তু নয়ের দশক পর্যন্ত ছবিটা ছিল একদম আলাদা। সেই সময় তো শুটিং সেটে একটি পরিষ্কার বাথরুম পাওয়াই ছিল বিলাসিতা। বিশ্রামের জন্য আলাদা জায়গা তো দূরের কথা। কলকাতার লেডিজ স্টাডি গ্রুপের এক অনুষ্ঠানে গত বছর করিশ্মা কেরিয়ারের গোড়ার দিকের দিনগুলোর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন।
তিনি বলেন, 'আমি ইন্ডাস্ট্রিতে ৩২ বছর কাটিয়েছি। এমন এক সময়ে কাজ করেছি যা আজ অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে। আমরা গাছপালার আড়ালে জামাকাপড় বদলাতাম। কারও বাথরুমে যাওয়ার দরকার হলে মাইলের পর মাইল হেঁটে যেতে হত। পুরো ইউনিট ফিসফিস করে বলত, আহা, ম্যাডাম বাথরুমে যাচ্ছেন। আমরা সত্যিই সেই সময়গুলো দেখেছি।'
স্মৃতি হাতড়ে করিশ্মা আরও জানান, 'শুটিং চলাকালীন অভিনেতাদের প্রায়ই নিজেদের মতো করে পরিস্থিতি সামলাতে হতো। রাস্তার ধারের দোকানে কিংবা কারও বাড়ি গিয়ে বলতাম আমরা এখানে জামাকাপড় বদলাতে পারি? আজকের ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন। এখন তো বাইরে ৩৫টা ট্রেলার দাঁড়িয়ে থাকে, ডিজিটাল মিডিয়া, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম সবকিছুই হাতের নাগালে। এই পরিবর্তন সত্যিই অকল্পনীয়।'
আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, মায়ের পর নাম না করে বউদি প্রিয়াকে আক্রমণ বোনের
তিনি চলচ্চিত্র প্রযুক্তির পরিবর্তনেরও গল্প বলতে গিয়ে বলেন, 'আমরা তখন শুধু ডাবিং করে সিনেমা বানাতাম। প্রথমবার আমি মনিটরে নিজেকে দেখি দিল তো পাগল হ্যায় ছবির 'ড্যান্স অব এনভি' গানের সময়। তার আগে ফুটেজ দেখার সুযোগই ছিল না। সিনেমা মুক্তি পেলে ৭০ এমএম-এর বড় পর্দায় আমরা প্রথমবার নিজেদের কাজ দেখতাম।'
রাজকাপুরের পরিবারে বড় হওয়া করিশ্মা কাপুর জানিয়েছেন, এত কাছ থেকে ইন্ডাস্ট্রির বিবর্তন প্রত্যক্ষ করতে পারা তাঁর জন্য এক বড় প্রাপ্তি। অভিনেত্রীর কথায়, 'আমি সৌভাগ্যবান যে এই পরিবর্তনের সাক্ষী হতে পেরেছি এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে আজকের ভারতীয় সিনেমার অগ্রগতির গল্প বলতে পারছি।'
আরও পড়ুনজটিলতা কাটিয়ে মৃত্যুর এক সপ্তাহ পর শেষকৃত্য, প্রাক্তন স্বামীকে শেষবার দেখতে দিল্লিতে করিশ্মা