Sunjay Kapur Sister Mandhira Kapur: দিনটা ছিল ১২ জুন। বলি অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ও সোনা কমস্টারের চেয়ারম্যান সঞ্জয় কাপুর লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি ঘিরে পারিবারিক অর্ন্তকলহ একেবারে তুঙ্গে। সেই পারিবারিক দ্বন্দ পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবকে সোনা কমস্টারের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। এদিকে তো শাশুড়ি মা রানি কাপুর ছেলের মৃত্যু ঘিরে ষড়যন্ত্র-এর অভিযোগ তুলেছেন। সঞ্জয়ের মা রানি কাপুরের পাশে রয়েছেন তাঁর মেয়ে মন্ধিরা কাপুর।
ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ ছিল, কিন্তু ছিলেন একে অপরের পরিপূরক। সঞ্জয়ের মৃত্যুর পর সে কথা সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই জানিয়েছিলেন। ভাই সঞ্জয় ও তাঁর মা রানির সঙ্গে একটি ছবি পোস্ট করে মন্ধিরা লিখেছেন, 'তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সঙ্গে নিয়ে বেঁচে আছি। তুমি যা চেয়েছিলে সেটা রক্ষা করার চেষ্টা করছি। বাবা যা স্বপ্ন দেখেছিলেন, সেটা অন্যরকম হতে পারত। ভাই যদি আজও তুমি আমাদের মধ্যে থাকতে তাহলে আরও ভাল কিছু হতে পারত।'
সঞ্জয়ের মৃত্যুর পর উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সঞ্জয় কাপুরের উত্তরাধিকার নিয়ে নাকি বিরোধ তুঙ্গে। ৩০,০০০ কোটির সম্পত্তি থেকে কত পাবে করিশ্মার সন্তানরা সেই নিয়েও চর্চা জারি। সংস্থার চেয়ারম্যান প্রয়াত সঞ্জয় কাপুরের মা রানি কাপুরের অভিযোগ, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। এনডিটিভির হাতে আসা এক চিঠিতে রানি কাপুর দাবি করেছেন, তাঁর কাছে এমন বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যা প্রমাণ করতে পারে এটি নিছক দুর্ঘটনা নয়। প্ররোচনা, ষড়যন্ত্র, জালিয়াতি ও জাল সইয়ের মিলিত ফল সঞ্জয়ের আকস্মিক মৃত্যু।
আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, নাম না করে প্রিয়াকে নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা
প্রিয়ার নাম করে তিনি আরও দাবি করেন, তাঁর কাছে এমন কিছু নথি রয়েছে যা সম্পত্তি হস্তান্তর এবং অবৈধ আইনি পদক্ষেপের প্রমাণ দেয়। এমনকি কিছু ব্যক্তি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই ঘটনার সঙ্গে জড়িতও থাকতে পারেন। ওই চিঠিতে লিখেছেন, এমন বহু তথ্যপ্রমাণ রয়েছে যা দেখে মনে হচ্ছে এটি একটি সমন্বিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল। যেখানে যুক্তরাজ্য, ভারত এবং সম্ভবত আমেরিকারও একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত।
আরও পড়ুন জটিলতা কাটিয়ে মৃত্যুর এক সপ্তাহ পর শেষকৃত্য, প্রাক্তন স্বামীকে শেষবার দেখতে দিল্লিতে করিশ্মা
তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আর্জি করেছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হোক। যুক্তরাজ্যের আইনের অধীনে খুন, ষড়যন্ত্র, ভুয়ো প্রতিনিধিত্ব, জালিয়াতির মতো একাধিক অপরাধ সংঘটিত হয়েছে। তাই রানি কাপুর অবিলম্বে একটি ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরুর আবেদন করেছেন। এই অভিযোগ মূলত সামনে আসে যখন রানি কাপুর সোনা কমস্টারের বোর্ডকে একটি ই-মেইল পাঠিয়ে বার্ষিক সাধারণ সভা পিছিয়ে দেওয়ার কথা বলেন।
আরও পড়ুন সঞ্জয়ের মৃত্যুমাসেই করিশ্মার জন্মদিন, প্রাক্তন স্বামীর অকাল প্রয়াণের পর প্রথম প্রতিক্রিয়া অভিনেত্রীর