/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/kartik.jpg)
কার্তিক আরিয়ান
তারকা মানেই স্বাস্থ্য সচেতন। ভাবমূর্তি বজা রাখতে জনসমক্ষে বাধো-বাধো ভাব! মেপেজুঁখে কাজ করার অভ্যেস। সর্বপরি স্টারডম বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে থাকেন সব তারকারাই। কিন্তু কার্তিক আরিয়ান (Kartik Aaryan) হাঁটলেন অন্য পথে।
তারকাসুলভ হাবভাব তো দূর-অস্ত! বরং রাস্তার ধারের ফুটের দোকান থেকে চাইনিজ খাবার কিনে খেলেন জনসমক্ষে। শুধু তাই নয়, বসার জায়গা না থাকায় তাঁর ব্যক্তিগত কোটি টাকা মূল্যের ল্যাম্বর্গিনির ওপর খাবার রেখেই খেলেন। বলিউড অভিনেতার এহেন কীর্তি নজর এড়ায়নি পাপ্পারাজিদের। অতঃপর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই দাবানল গতিতে ভাইরাল হয়ে যায়।
মুম্বইয়ের জুহুতে সেই চাইনিজ খাবারের দোকান। রাস্তার ধারেই। একেবারে সাদামাটা সাগর স্ন্যাকস কর্নার। সেই দোকানের সামনেই নিজের বহুমূল্য ল্যাম্বর্গিনি থামিয়ে গাড়ির বনেটে কাগজ পেতে তার ওপর চাইনিজ খাচ্ছেন অভিনেতা। পরনে জিন্সের জ্যাকেট। সাদামাটা লুক। বলিউড অভিনেতার এমন আচরণেই মুগ্ধ নেটিজেনরা।
<আরও পড়ুন: শিবু-নন্দিতার সারপ্রাইজ! জানালেন ‘বেলাশুরু’ থেকে ‘বাবা বেবি ও’ একাধিক ছবির রিলিজ ডেট>
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি কার্তিক নিজেই পোস্ট করে লেখেন- "ধামাকাদার চাইনিজ ছিল।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন