গণেশ মন্দিরে পুজো দিতে গিয়ে কিনা বিপাকে পড়তে হল খোদ কার্তিক-কেই! টাকা গুনে গুনে পুলিশকে ফাইন দিয়ে তবেই রক্ষে পেলেন বলিউড অভিনেতা।
সিনেমা রিলিজের দিন প্রতিবার নিয়ম করে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে যান কার্তিক আরিয়ান। শুক্রবার 'শেহজাদা' মুক্তির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আর সেখানে পুজো দিতে গিয়েই পুলিশি বিপাকে পড়তে হল বলিউড অভিনেতাকে। ঠিক কী হয়েছে?
শুক্রবার 'শেহজাদা' রিলিজের দিন সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিতে যান কার্তিক আরিয়ান। এই সিনেমা তাঁর ফিল্মি কেরিয়ারে বেজায় গুরুত্বপূর্ণ। কারণ এই প্রজেক্টের সুবাদেই প্রযোজক হিসেবে শিকে ছিঁড়লেন বলিউডের 'শেহজাদা'। আর সেই প্রেক্ষিতেই পুজো দিতে গিয়েছিলেন। পরনে সাদা পাঞ্জাবি। গলায় গেরুয়া উত্তরীয়। কপালে কাটা তিলক। দেবদর্শন করে ভক্তিভরে পুজোও দিলেন। তবে এসবের মাঝেই ছোট্ট একটা ভুল করে ফেলেন কার্তিক আরিয়ান। কী?
<আরও পড়ুন: ঝগড়া-কেচ্ছা, অপমান অতীত! ৩৬০ ডিগ্রি ঘুরে স্বরাকে ‘হাসিমুখে’ বিয়ের শুভেচ্ছা কঙ্গনার>
সিদ্ধি বিনায়ক মন্দির চত্বরে রোজ যেভাবে হাজারো দর্শনার্থীরা আসেন, সেই প্রেক্ষিতেই মন্দিরের অনতিদূরে গাড়ি রাখার আলাদা ব্যবস্থা রয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় রক্ষণাবেক্ষণ হয় তার। তবে কার্তিক নিজস্ব গাড়ি নিয়ে ট্রাফিক বিধি ভেঙে মন্দিরের অনেকটা সামনে এনেই রাখেন। আর তাতেই বাঁধে বিপত্তি। বলিউড অভিনেতা হলেও ছাড় পাননি। হাতে চালান ধরিয়ে দেন মুম্বই পুলিশ। ফাইন দিয়ে তবেই পুলিশি খপ্পড় থেকে বেরন। তবে এতেই পুলিশরা ক্ষান্ত হননি।
ফাইন নেওয়ার পর কার্তিক আরিয়ানের সঙ্গে সেলফিও তোলেন তাঁরা। প্রসঙ্গত, প্রথমদিনের আয় হিসেবে বক্সঅফিসে 'শেহজাদা' তেমন ব্যবসা করতে পারেনি। ওপেনিং ডে-তে মোটে ৬ কোটি টাকা কামাই। এদিকে প্রায় ১ মাস আগে মুক্তি পাওয়া পাঠান এখনও ব্যবসা করছে রমরমিয়ে। সেই হাওয়াতেই বোধহয় ছিটকে গেল কার্তিকের 'শেহজাদা'।