/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/kartik-1-1.jpg)
অনুরাগীদের সঙ্গে খোশমেজাজে কার্তিক
কার্তিক আরিয়ানের ( Kartik Aryaan ) ফ্যান ফলোয়ার দিনদিন বাড়ছে। বিশেষ করে 'ভুল ভুলাইয়া- ২' এর সাফল্যের পর থেকে তার অনুরাগী সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী। ইউরোপে ভ্রমণ করা কালীনও তাকে দেখার পর যথেষ্ট অবাক হয়েছিলেন সেদেশের ভক্তরা।
এদিকে দেশে ফিরতেই তাকে ঘিরে ধরল ভক্তরা। বিমানবন্দরে নামতেই একের পর এক সেলফি। কিন্তু হালকা অ্যাটিটিউড থাকলেও একবিন্দু রেগে গেলেন না অভিনেতা। একজনের সঙ্গেও খারাপ ব্যবহার করলেন না তিনি। সকলের সঙ্গে কথাও বললেন তিনি। দিব্যি হাঁটতে হাঁটতে গাড়িতে উঠলেন, তার এই ব্যবহারে আপ্লুত অনুরাগীরা।
আরও পড়ুন < ‘বর’ কেন ‘দাদা’ হয়? ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতার জবাবে অবাক রচনা >
এদিকে সোশ্যাল মিডিয়ায়, তাঁকে নিয়ে নানা মন্তব্যের শেষ নেই। কেউ বলছেন, খুব অ্যাটিটিউড বেড়ে গেছে তোমার। কেউ আবার এমনও বললেন, শাহরুখের থেকে কিছু শিখুন, স্টার হলেও মনুষ্যত্ব হারাবেন না। আবার কেউ কেউ তার সঙ্গও দিলেন। অভিনেতার নিশ্চই কোনও কারণে চিন্তিত - এই কথাও বলতে শোনা গেল।,
ইউরোপে থাকাকালীন অনেক মানুষই তাকে দেখে এগিয়ে আসে। এমনকি কার্তিক নিজেও বিরক্ত হয়েই জানিয়েছিলেন, আধার কার্ড দেখাব? এই নিয়েও শোরগোল ছিল তুঙ্গে।