ছবির জন্য বিরাট পারিশ্রমিক চাইছেন কার্তিক আরিয়ান! পা মাটিতে নেই অভিনেতার?

ভুল ভুলাইয়া ২ এর সাফল্যের পরেই এই কাণ্ড করছেন কার্তিক?

ভুল ভুলাইয়া ২ এর সাফল্যের পরেই এই কাণ্ড করছেন কার্তিক?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kartik aryaan demanding money

কার্তিক আরিয়ান

'ভুল ভুলাইয়া ২' এর চরম সাফল্যের পর থেকে আলাদাই মেজাজে কার্তিক আরিয়ান ( Kartik Aaryan )। একেতেই বলিউডের খারাপ সময়, তার মধ্যে এই সিনেমার মাধ্যমে কার্তিক এখন সপ্তম স্বর্গে। কিন্তু তারপর থেকেই স্টারডম ঘিরে ধরেছে তাকে।

Advertisment

সংবাদমাধ্যম সূত্রে খবর, কার্তিক নতুন প্রজেক্টের ক্ষেত্রে লাগামছাড়া টাকা চাইছেন প্রযোজকদের কাছ থেকে। নতুন কোনও প্রজেক্ট তার কাছে এলেই বিরাট পারিশ্রমিক দাবি করছেন কার্তিক। কারণ অভিনেতার মতে, 'ভুল ভুলাইয়া ২' এর সাফল্যের পেছনে তার স্টারডাম এবং চার্মই আসল। তবে সূত্র এমনও বলছে, যে কার্তিক একেবারেই তার পারিশ্রমিক বাড়াননি।

আরও পড়ুন < ‘সিনেমা ফ্লপ হওয়ার দায় আমার-ই, আমিই ব্যর্থ’, দুঃখে মুখ চুন অক্ষয়ের >

শুধু পারিশ্রমিকই নয়। বরং নিজের ছবি রিলিজের ক্ষেত্রেও আজকাল ভীষণ কনসার্ন তিনি। কোন ছবি বড়পর্দায় রিলিজ করা উচিত, বা নয় সেই নিয়েও নিজের মতামত দিচ্ছেন তিনি। 'শাহেজাদা' যেন তার আগামী বড় রিলিজ হয় - এটাই ইচ্ছে কার্তিকের। এমন কোনও ছবি থিয়েটার রিলিজ করতে তিনি নারাজ, যায় কারণে বক্স অফিসের সাফল্যে বাঁধা পড়বে।

Advertisment

আপাতত, নানা প্রজেক্টে কাজ করছেন তিনি। 'সত্যপ্রেম কী কথা' ছবিতেও কাজ করছেন তিনি। এছাড়া 'ফ্রেডি'-ওরয়েছে তার সিনে ঝুলিতে।

bollywood Entertainment News Kartik Aaryan