/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/karwaan-759.jpg)
Karwaan trailer: ইরফান খান, ডালক্যুয়ের সলমন, মিথিলা পালকরের রোলার-কোস্টার রাইড
ধারনা করতে পারেন ইরফান, দুলকর সলমন এবং মিথিলা পালকরের মত অভিনেতারা একসঙ্গে হলে কী ঘটা সম্ভব? আন্দাজ ঠিকই করেছেন, 'কারওয়া'র মতো পয়সা উশুল ছবি তৈরি হয়। আকাশ খুরানার পরিচালনায় 'কারওয়া' ছবির ট্রেলার দেখে আপনারও একথাই মনে হওয়া সম্ভব। ভিন্ন জগত থেকে আসা তিনজন অদ্ভুত মানুষ এবং দুটো মৃতদেহের জার্নির গল্প এই ছবি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/karwaan-stills-4.jpg)
ট্রেলার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় জনপ্রিয় মালায়লম অভিনেতা দুলকর সলমনকে। বলিউডে এটিই তাঁর প্রথম ছবি। সলমনকে বন্ধু অবিনাশ ফোন করে তার বাবার মৃত্যুর খবর দেয় এবং তারপরই আসল নাটকের অবতরণ। বাবার দেহ আনার সময়ই রাস্তায় শওকত অর্থাৎ ইরফানের সঙ্গে পরিচয় হয় সলমনের। প্রথমে তাঁকে ড্রাইভার মনে হলেও পরে মিথিলা পালকর অর্থাৎ তানিয়া ইরফানকে ড্রাইভার বলে ডাকায় অভিনেতা বিরক্তি প্রকাশ করলে সে ভুল ভাঙে। তাহলে কী 'পিকু' ছবিতে তাঁর যেমন চরিত্র ছিল খানিকটা সেইরকম ভূমিকায় ইরফান? এর উত্তর একমাত্র ৩ অগাস্ট ছবি রিলিজের পরই জানা যাবে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/karwaan-stills-3.jpg)
এর আগেও বলিউডে বহু ট্রাভেল ছবি হয়েছে, তবে এখানে লোকাল ব্যাকড্রপ বেশ দৃষ্টিনন্দন। ছবিটি শুট করা হয়েছে 'গডস ওন কান্ট্রি' কেরালাতে। বিজয় নাম্বিয়ার রচিত এই চিত্রনাট্যে ইরফান খান, দুলকর সলমন, মিথিলা পালকর - বিভিন্ন ক্ষেত্রের তিনজন মানুষ এসে পড়েন একই পরিস্থিতিতে। এই জার্নিতে তাঁরা খুঁজে পান আশা, ভালবাসা, এমনকি নিজেদেরও। ট্রেলারে ছোট্ট ঝলক দেখার পর দর্শক হলে মন খুলে হাসতে পারবেন এটা ধারনা করাই যাচ্ছে।
আরও পড়ুন: Fanney Khan teaser: খান চরিত্রে অনিল কাপুরের বাজিমাৎ
আবারও চিরাচরিত পোকার ফেসে দেখা যাবে ইরফানকে। এবং ইন্টারনেটে জনপ্রিয় মিথিলা পালকরকেও এড়িয়ে যাওয়া শক্ত। সদ্য মণিরত্নমের 'ওকে কাধাল কনমনি' তে দর্শকের চোখ টেনেছিলেন দুলকর সলমন। এদিকে মিথিলার 'চার্লি'-ও কম জনপ্রিয় ছিল না। এই ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৃতি খারবান্দাকে।